5 মার্চ লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। ইতিমধ্যেই Realme জানিয়েছে এই দুই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ও ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এবার Geekbench ওয়েবসাইটে Realme 6 Pro -র স্পেসিফিকেশন ফাঁস হল। 5 মার্চ নতুন দিল্লিতে এক অনুষ্ঠান থেকে এই দুই ফোন গোটা দুনিয়ার সামনে নিয়ে আসবে চিনের কোম্পানিটি।
RMX2061 পডেল নম্বরে Geekbench ওয়েবসাইটে নতুন ফোনটি দেখা গিয়েছে। আগামী সপ্তাহে Realme 6 Pro নামে এই ফোন লঞ্চ হবে। এই ফোনে রয়েছে 8GB RAM। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। সঙ্গে রয়েছে একটি Qualcomm 1.8GHz অক্টা-কোর প্রসেওসর। এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকতে পারে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল-কোর পরীক্ষায় 571 স্কোর করেছে Realme 6 Pro। অন্যদিকে মাল্টি-কোর টেস্টে এই ফোন পেয়েছে 1676।
64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3
Realme 6 Pro -তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে
এছাড়াও সম্প্রতি 91Mobiles -এ প্রকাশিত অন্য এক রিপোর্টে Realme 6 Pro -র বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে। অন্যদিকে Realme 6 এ থাকবে MediaTek Helio G90T চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। দুটি ফোনেই থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। Realme 6 Pro তে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
Realme 6 ও Realme 6 Pro -র ছবি প্রকাশ্যে এসেছে
এছাড়াও সম্প্রতি এক রিপোর্টে এই দুই ফোনের দাম সামনে এসেছে। Realme 6 Pro -র দাম শুরু হতে পারে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকবে 4GB RAM + 64GB স্টোরেজ। অন্যদিকে Realme 6 -এর দাম শুরু হতে পারে 9,999 টাকা থেকে। যদিও Flipkart বা Realme -র তরফ থেকে এখনও এই দুই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন