2019 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Realme C2। লঞ্চের পরেই বাজেট সিরিজের এই ফোন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়। এবার Realme C সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আসছে সম্প্রতি Realme C3 লঞ্চ অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে চিনের কোম্পানিটি। একই দিনে কোম্পানির সিইও মাধব শেঠ ট্যুইটারে জানিয়েছেন শীঘ্রই ‘C' সিরিজের নতুন স্মার্টফোন আসতে পারে।
ট্যুইটারে মাধব শেঠ জানিয়েছেন বিশ্বব্যাপী 10.2 মিলিয়ন Realme C সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে
6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে Realme C3। এখনও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি। যদিও গত মাসে সিঙ্গাপুরের এক ওয়েবসাইটে RMX1941 মডেল নম্বর একটি নতুন ফোন দেখা গিয়েছিল। Realme C3 নামে বাজারে আসতে পারে এই স্মার্টফোন।
সস্তা হল Realme 5 Pro; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন
ট্যুইটারে মাধব শেঠ জানিয়েছেন আগামীকাল ‘Realme C' সিরিজ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে কোম্পানি। Realme C3 ছাড়াও শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme C3s।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 5i। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Realme 5 ফোনেও ছিল একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Realme 5i ফোনের ভিতরে থাকছে Snadragon 665 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন