বৃহস্পতিবার ভারতে লঞ্চ হবে Realme C3। ইতিমধ্যেই নতুন এই এন্ট্রি লেভেল স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে Realme। এই ফোনে থাকছে MediaTek Helio G70 চিপসেট। আজ দুপুর 12 টা 30 মিনিটে Realme C3 লঞ্চ ইভেন্ট শুরু হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। Realme C3 লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Realme C3 লঞ্চের সময় Realme UI চলবে। এই প্রথম Realme UI সহ স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে।
Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?
গত বছর 5,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Realme C2। যদিও Realme C3 তে থাকবে MediaTek Helio G70 ও 5,000 mAh ব্যাটারি। 6,999 টাকা থেকে 7,999 টাকা দামে ভারতে আসতে পারে এই ফোন।
Realme C3 তে MediaTek Helio G70 চিপসেট থাকবে। সম্প্রতি বাজেট গেমিং স্মার্টফোনের জন্য এই চিপ লঞ্চ করেছিল Realme। এই প্রথম MediaTek Helio G70 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। Realme C2 -র MediaTek Helio P22 চিপসেটের থেকে প্রসেসিং পাওয়ারে অনেকটা এগিয়ে থাকবে Realme C3-এর Helio G70।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Realme C3-তে থাকবে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ফোনে 20.8 ঘণ্টা YouTube ভিডিও স্ট্রিম করা যাবে। এছাড়াও প্রায় দুই দিন টকটাইম সহ এই ফোন লঞ্চ হবে। Realme C3-তে থাকবে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass-এর সুরক্ষা। এই ফোনে 89.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও পাওয়া যাবে। ক্যামেরায় ক্রোমা বুস্ট, স্লো মোশন ভিডিও, এইচডিআর মোড থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন