Realme C71 স্মার্টফোনে 6 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।
Photo Credit: Realme
Realme C71 অবসিডিয়ান ব্ল্যাক ও সি ব্লু রঙের বিকল্পে উপলব্ধ
Realme C71 আজ নিঃশব্দে ভারতে পা রাখল। রিয়েলমি একদম সস্তায় স্মার্টফোনটি লঞ্চ করে চমকে দিয়েছে। নতুন বাজেট ফোনটি 8,000 টাকারও অনেক কমে কিনতে পারবেন। Realme C71 সেগমেন্টের একমাত্র হ্যান্ডসেট যা পাওয়ারফুল 6,300mAh ব্যাটারি পেয়েছে। শুনলে অবাক হবেন, এটি ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিং সমর্থন করে। ফোনটির পিছনে একটি রিং লাইট (পালস লাইট নামে পরিচিত) আছে। এটি নয়টি রঙ এবং পাঁচটি কাস্টমাইজেবল গ্লোয়িং মোড অফার করে। সুন্দর ডিজাইনের সাথে 7.94 মিমি স্লিম বডি ফোনটির অন্যতম আকর্ষণ। Realme C71 এর র্যাম 18 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।
ভারতে Realme C71 এর 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,699 টাকা। অন্যদিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 8,699 টাকা। এটি অবসিডিয়ান ব্ল্যাক ও সি ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি বর্তমানে Flipkart, Realme India ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে দেশে কেনা যাচ্ছে।
Realme C71 শক্তিশালী 6,300mAh ব্যাটারি পেয়েছে, যার সাথে 15W তারযুক্ত (ওয়ার্ড) দ্রুত চার্জিং এবং 6W তারযুক্ত রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটটিতে মিলিটারি-গ্রেড MIL-STD-810H শক রেজিট্যান্স সার্টিফিকেশন বর্তমান। আবার জল ও ধুলো প্রতিরোধের জন্য IP54 রেটিং আছে। ফোনটি 7.94 মিমি পুরু এবং ওজন প্রায় 201 গ্রাম।
রিয়েলমি C71 ফোনটিতে 6.74 ইঞ্চি IPS এলসিডি আই কমফোর্ট ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 563 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন অফার করে। স্মার্ট টাচ ফিচার থাকার ফলে তৈলাক্ত বা ভেজা হাত, এমনকি গ্লাভস পরা অবস্থাতেও স্ক্রিন রেসপন্স করবে। এটি অক্টা-কোর 12 ন্যানোমিটারের Unisoc T7250 চিপসেট দ্বারা পরিচালিত। 6 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।
এছাড়া, অতিরিক্ত 12 জিবি ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক Realme UI 6 কাস্টম স্কিনে রান করে। Realme C71 এর ব্যাক প্যানেলে অটোফোকাস সাপোর্ট এবং f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল Omnivision OV13B ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আছে। স্মার্টফোনটি HD ভিডিও রেকর্ডিং এবং AI Eraser, AI Clear Face, Pro মোড ও ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিংয়ের মতো বৈশিষ্ট্য সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series