Realme C71 মাত্র 7,699 টাকায় 6,300mAh ব্যাটারির সাথে বাজারে এল, ফিচার্স খুব সুন্দর

Realme C71 স্মার্টফোনে 6 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।

Realme C71 মাত্র 7,699 টাকায় 6,300mAh ব্যাটারির সাথে বাজারে এল, ফিচার্স খুব সুন্দর

Photo Credit: Realme

Realme C71 অবসিডিয়ান ব্ল্যাক ও সি ব্লু রঙের বিকল্পে উপলব্ধ

হাইলাইট
  • Realme C71 স্মার্টফোনে 6,300mAh ব্যাটারি রয়েছে
  • এটি IP54 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স অফার করে
  • ফোনটি মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির সাথে এসেছে
বিজ্ঞাপন

Realme C71 আজ নিঃশব্দে ভারতে পা রাখল। রিয়েলমি একদম সস্তায় স্মার্টফোনটি লঞ্চ করে চমকে দিয়েছে। নতুন বাজেট ফোনটি 8,000 টাকারও অনেক কমে কিনতে পারবেন। Realme C71 সেগমেন্টের একমাত্র হ্যান্ডসেট যা পাওয়ারফুল 6,300mAh ব্যাটারি পেয়েছে। শুনলে অবাক হবেন, এটি ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিং সমর্থন করে। ফোনটির পিছনে একটি রিং লাইট (পালস লাইট নামে পরিচিত) আছে। এটি নয়টি রঙ এবং পাঁচটি কাস্টমাইজেবল গ্লোয়িং মোড অফার করে। সুন্দর ডিজাইনের সাথে 7.94 মিমি স্লিম বডি ফোনটির অন্যতম আকর্ষণ। Realme C71 এর র‍্যাম 18 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

ভারতে Realme C71 এর দাম

ভারতে Realme C71 এর 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,699 টাকা। অন্যদিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 8,699 টাকা। এটি অবসিডিয়ান ব্ল্যাক ও সি ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি বর্তমানে Flipkart, Realme India ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে দেশে কেনা যাচ্ছে।

Realme C71 স্পেসিফিকেশন ও ফিচার্স

Realme C71 শক্তিশালী 6,300mAh ব্যাটারি পেয়েছে, যার সাথে 15W তারযুক্ত (ওয়ার্ড) দ্রুত চার্জিং এবং 6W তারযুক্ত রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটটিতে মিলিটারি-গ্রেড MIL-STD-810H শক রেজিট্যান্স সার্টিফিকেশন বর্তমান। আবার জল ও ধুলো প্রতিরোধের জন্য IP54 রেটিং আছে। ফোনটি 7.94 মিমি পুরু এবং ওজন প্রায় 201 গ্রাম।

রিয়েলমি C71 ফোনটিতে 6.74 ইঞ্চি IPS এলসিডি আই কমফোর্ট ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 563 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন অফার করে। স্মার্ট টাচ ফিচার থাকার ফলে তৈলাক্ত বা ভেজা হাত, এমনকি গ্লাভস পরা অবস্থাতেও স্ক্রিন রেসপন্স করবে। এটি অক্টা-কোর 12 ন্যানোমিটারের Unisoc T7250 চিপসেট দ্বারা পরিচালিত। 6 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।

এছাড়া, অতিরিক্ত 12 জিবি ভার্চুয়াল র‍্যাম পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক Realme UI 6 কাস্টম স্কিনে রান করে। Realme C71 এর ব্যাক প্যানেলে অটোফোকাস সাপোর্ট এবং f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল Omnivision OV13B ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আছে। স্মার্টফোনটি HD ভিডিও রেকর্ডিং এবং AI Eraser, AI Clear Face, Pro মোড ও ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিংয়ের মতো বৈশিষ্ট্য সাপোর্ট করে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.67-inch
Processor Unisoc T7250
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6300mAh
OS Android 15
Resolution 720x1604 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco Pad M1: 12,000mah ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে পোকোর নতুন ট্যাব, দাম ফাঁস হল
  2. Vivo X300 সিরিজ ভারতে এই তারিখে লঞ্চ হচ্ছে, ফোনেই এবার DSLR-এর মতো ছবি!
  3. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  4. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  5. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  6. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  7. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  8. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  9. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  10. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »