শীতের আমেজ গায়ে জড়িয়ে দুর্দান্ত সেল নিয়ে হাজির হল Realme। ইতিমধ্যেই Flipkart আর Realme.com থেকে এই সেল শুরু হয়েছে। 23 ডিসেম্বর পর্যন্ত এই সেলে সস্তা হয়েছে Realme C2, Realme 5 Pro, Realme 3i আর Realme X। এই ফোনগুলির দাম 500 টাকা থেকে 2,000 টাকা কমেছে। এই সেল চলার সময় প্রতিদিন দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme X2। ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা এই সেলে অতিরিক্ত 10 শতাংশ (সর্বোচ্চ 1,500 টাকা) ছাড় পাবেন। এছাড়াও 24 ডিসেম্বর রাত 8 টা 55 মিনিট থেকে 25 ডিসেম্বর রাত 11 টা 59 মিনিট পর্যন্ত পাওয়া যাবে Realme X2 Pro Master Edition।
24 ডিসেম্বর রাত 8 টা 55 মিনিটে প্রথম বিক্রি শুরু হবে Realme X2 Pro Master Edition। 12GB RAM + 256GB স্টোরেজের এই ফোনের দাম 34,999 টাকা। অ৯ন্যদিকে 21 থেকে 23 ডিসেম্বর রোজ দুপুর 12 টায় বিক্রি হবে Realme X। ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা এই সেলে অতিরিক্ত 10 শতাংশ (সর্বোচ্চ 1,500 টাকা) ছাড় পাবেন। সাথে থাকছে 6 মাসের নো কস্ট ইএমআই। 4GB RAM + 128GB স্টোরেজে Realme X2 এর দাম 16,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Realme X2 কিনতে 18,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 19,999 টাকা।
এই সেলে সস্তা হচ্ছে Realme 5 Pro। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro এর দাম কমে হয়েছে 11,999 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম কমে হয়েছে 12,999 টাকা আর 14,999 টাকা। 2GB RAM + 32GB স্টোরেজে Realme C2 এর দাম কমে হয়েছে 5,999 টাকা। অন্যদিকে 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,999 টাকা খরচ হয়েছে।
এছাড়াও 23 ডিসেম্বর পর্যন্ত এই সেলে সস্তা হয়েছে Realme X। 15,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। 8,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Realme 3। 6,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Realme 3i। এছাড়াও 7,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Realme U1।
আরও পড়ুন:
দুর্দান্ত সুবিধা! সব পুরনো রিচার্জ ফিরিয়ে আনল Jio
No. 1 Mi Fan Sale: স্মার্টফোন সহ সব Xiaomi প্রোডাক্টে মিলছে বিপুল ছাড়
শুধু স্মার্টফোনের দিকে তাকিয়ে তাকিয়েই বছরে মোট 75 দিন কেটে যাচ্ছে ভারতীয়দের, বলছে সমীক্ষা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন