Realme GT 7 সিরিজের (ছবিতে) তুলনায় আপগ্রেড পাবে Realme 8 সিরিজ
রিয়েলমি এখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারেও নিজেদের আলাদা পরিচিতি গড়ে তুলতে পেরেছে। সবকিছু ঠিকঠাক চললে, সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল, Realme GT 8 সিরিজ অক্টোবরে আত্মপ্রকাশ করতে পারে। এটি পূর্বসূরী GT 7 সিরিজের তুলনায় হার্ডওয়্যার বিভাগে বেশ কিছু আপগ্রেড নিয়ে আসবে। Realme GT 8 সিরিজ কোম্পানির ইতিহাসে সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বলে জানা গিয়েছে, যা অন্যান্য ব্র্যান্ডদের Ultra মডেলকে টেক্কা দেবে। অফিসিয়াল লঞ্চের আগেই, আসন্ন প্রিমিয়াম ফোনটির ডিসপ্লে, প্রসেসর ও ক্যামেরা সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। এই সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে।
টিপস্টার সুধাংশু আম্ভোরের X (সাবেক টুইটার) পোস্ট অনুযায়ী, Realme GT 8 সিরিজের 2K রেজোলিউশনের ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে Snapdragon 8 সিরিজের প্রসেসর থাকবে। এটি যে আসন্ন Snapdragon 8 Elite 2 চিপসেটে চলবে, সে কথা আগেই জানা গিয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ হবে 200 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।
রিপোর্ট ইঙ্গিত করছে, রিয়েলমি তাদের Realme GT 8 সিরিজের স্মার্টফোনের জন্য একটি জনপ্রিয় ক্যামেরা ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তবে সংস্থাটির নাম এখনও অজানা। ফটোগ্রাফি সিস্টেমকে উন্নত করার লক্ষ্যে এমন পার্টনারশিপ রিয়েলমির ইতিহাসে প্রথম। GT 8 সিরিজ রিয়েলমির সবচেয়ে উন্নত ও প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হিসেবে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এই লাইনআপে Realme GT 8 ও Realme GT 8 Pro অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। বেস মডেলটিতে 6.6 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও মেটাল ফ্রেম থাকতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি 7,000 এমএএইচ হওয়ার সম্ভাবনা। দু'টি ফোনই অক্টোবরে লঞ্চ হতে পারে।
জানিয়ে রাখি, Realme 15T নামে একটি নতুন ফোন ভারতে সেপ্টেম্বর 2 লঞ্চ হচ্ছে। একে আইফোনের মতো স্টাইলে ডিজাইন করা হয়েছে। রিয়েলমির দাবি, ন্যানো-স্কেল মাইক্রোক্রিস্টালাইন লিথোগ্রাফি প্রযুক্তি ব্যবহার ফোনটির টেক্সচার্ড ম্যাট ডিজাইন তৈরি করা হয়েছে। এর ফলে ফোনের পিছনে আঙুলের ছাপ যেমন সহজে পড়বে না, তেমনই হাতে ধরলে পিছলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে।
Realme 15T এর সামনে এবং পিছনে দুই দিকেই 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিকে শক্তি দেবে 7,000mAh ব্যাটারি। IP66, IP68 এবং IP69 ট্রিপল রেটিং হ্যান্ডসেটটির ভিতরে জল বা ধুলো ঢুকতে দেবে না। এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme 15T এর দাম 20,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.