Realme GT 8 Pro নভেম্বরে ভারতে লঞ্চের ঘোষণা হল, 200MP ক্যামেরায় ঝড় তুলবে
Realme GT 8 Pro স্মার্টফোনের একটি মাইক্রোসাইট সংস্থার অনলাইন স্টোর ও Flipkart প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। ফলে ফোনটি উক্ত চ্যানেল দু'টির মাধ্যমে দেশে বিক্রি হবে। রিয়েলমি জানিয়েছে, ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টে চীনের মতো একই প্রসেসর থাকবে। এটি Ricoh GR-টিউনড ব্যাক ক্যামেরা এবং হাইপারভিশন AI চিপের সঙ্গে আসবে।