Realme GT 7 এর ভারতীয় মডেলে Dimensity 9400e চিপসেট রয়েছে
Photo Credit: Realme
Realme GT 7 মে মাসে ভারতে MediaTek Dimensity 9400e চিপসেট, 7,000mAh ব্যাটারি, ও 120W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে লঞ্চ হয়েছিল। আর এখন চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি উত্তরসূরী Realme GT 8 লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে অনুমান করা হচ্ছে। Realme GT সিরিজের আসন্ন স্মার্টফোনটির সম্পর্কে একাধিক খবর চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে প্রকাশিত হয়েছে। Realme GT 8 এর ডিসপ্লে ও ব্যাটারি স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। এটি Realme GT 8 Pro এর সঙ্গে অক্টোবরে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। ফোনগুলিতে নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite 2 প্রসেসর ব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Realme-এর ভাইস প্রেসিডেন্ট চেজ জু সম্প্রতি Weibo এর একটি পোস্টে Realme GT 8 সিরিজের ইঙ্গিত দিয়েছেন। যদিও তিনি ডিভাইসটির নাম উল্লেখ করেননি, তবে বলেছেন, 8 আগস্ট 8 নম্বরটি (চীনা থেকে অনুবাদ করা) দেখে খুব খুশি হয়েছিলেন। এই ঘটনাকেই Realme GT 8 লাইনআপের জন্য একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে মনে করেছেন স্মার্টফোন বিশেষজ্ঞরা।
এর আগে, রিয়েলমির প্রোডাক্ট ম্যানেজার ওয়াং ডেরেক জানিয়েছিলেন যে, এই বছর GT 8 সিরিজের ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তিনি বলেছিলেন, "আমি সবসময় বিশ্বাস করি যে যে কোনো পণ্যের প্রথম সেলিং পয়েন্ট হল এর নকশা। এই কারণেই আপনি আসন্ন GT 8 সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন। এটি অবশ্যই একটি চমক হবে," (চীনা থেকে অনুবাদ)।
টিপস্টার স্মার্ট পিকাচু ওয়েইবোর একটি পোস্টে দাবি করেছে যে, Realme GT 8 ফোনটিতে 6.6 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। ফোনটির ব্যাটারি প্রায় 7,000mAh ক্যাপাসিটির হবে। তুলনাস্বরূপ, পূর্বসূরী Realme GT 7 ফোনটিতে 1.5K রেজোলিউশন সহ 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটির চীনা মডেলে 7,200mAh ব্যাটারি আছে, যেখানে ভারতীয় সংস্করণে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরেক জনপ্রিয় চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Realme GT 8 এবং Realme GT 8 Pro অক্টোবরে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছ। ফোনগুলি Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Elite 2 চিপসেটে চলবে বলে জানা গিয়েছে। Pro ভেরিয়েন্টটি 2K রেজোলিউশন সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে সহ আসার কথা রয়েছে। এতে মেটাল ফ্রেম, বড় ব্যাটারি, ও আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। হ্যান্ডসেটটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেখা যেতে পারে।
প্রসঙ্গত, বর্তমানে Realme GT 7 এর দাম 39,999 টাকা। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+, ও 6,000 নিট পিক ব্রাইটনেস সহ LTPO ডিসপ্লে, IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, Android 15 অপারেটিং সিস্টেম, 16 জিবি + 512 জিবি স্টোরেজ, 50+50+8 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা, 8K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বাইপাস চার্জিং, NFC, স্টেরিও স্পিকার, ইত্যাদি রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.