11 মে ভারতে আসছে Realme Narzo সিরিজ। লঞ্চ হবে Realme Narzo 10 ও Narzo 10A। মার্চের শেষে এই ফোন লঞ্চের কথা থাকলেও লকডাউনের কারণে লঞ্চ পিছিয়ে দিতে পাধ্য হয়েছিল চিনের সংস্থাটি। এপ্রিলেও একবার এই ফোন লঞ্চের ঘোষণা করে তা বাতিল করেছিল সংস্থাটি। এবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 11 মে ভারতে নতুন ফোনগুলি লঞ্চ হবে। চলতি সপ্তাহে অনলাইনে স্মার্টফোন সব অন্যান্য প্রোডাক্ট বিক্রি শুরু হয়েছে।
Get ready to #FeelThePower.
— realme (@realmemobiles) May 7, 2020
Unleashing the bold and the unique, #realmeNarzo10 and #realmeNarzo10A!
Launching at 12:30 PM, 11th May on our official channels.
Know more: https://t.co/hQGc0tJYkA pic.twitter.com/BiPjOCI5fs
11 মে দুপুর 12 টা 30 মিনিটে Realme Narzo 10 ও Realme Narzo 10A লঞ্চ ইভেন্ট শুরু হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে কোম্পানির অফিশিয়াল চ্যানেল থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
ভারতে 15,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme Narzo 10। 10,000 টাকার আশেপাশে বাজারে আসতে পারে Narzo 10A।
Realme Narzo 10 ও Narzo 10A তে থাকবে 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। এই ফোনে MediaTek Helio G80 চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme। এছাড়াও থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে Narzo 10A।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন