2020 সালে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে Realme। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 6 ও Realme 6 Pro। চলতি মাসেই আরও দুটি স্মার্টফোন নিয়ে আসছে চিনের কোম্পানিটি। 26 মার্চ লঞ্চ হবে Realme Narzo 10 ও Narzo 10A। এই দুটি ফোনেই 5,000 mAh ব্যাটারি থাকবে।
26 মার্চ দুপুর 12টা 30মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইতিমধ্যেই একটি প্রোমোশনাল ওয়েবপেজ তৈরি করেছে চিনের কোম্পানিটি। 5,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকতে পারে। যদিও নতুন ফোনগুলি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি Realme।
সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। এই ফোনে MediaTek Helio G80 চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও কয়েক মাস আগেই থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে Narzo 10A। আশা করা হচ্ছে লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে আরও নতুন তথ্য প্রকাশ করবে Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন