Realme Narzo 90x 5G মডেলে 2,000 টাকা দামের কুপন অফার করছে Amazon।
Photo Credit: Realme
Realme Narzo 90x 5G features a 7,000mAh battery
Realme Narzo 90x 5G ভারতে ডিসেম্বর 16 লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির সেল এক সপ্তাহ পরে শুরু হয়েছে। সেলের প্রথম দিনে ফোনটি 12,000 টাকারও কমে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এই হ্যান্ডসেটে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। SD কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে। রিয়েলমির নতুন ফোনে উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 7,000mAh ব্যাটারি, 60W ফাস্ট চার্জিং সাপোর্ট, IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, 144 হার্টজ রিফ্রেশ রেট, ইত্যাদি। চলুন ফোনটির দাম, অফার, এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Realme Narzo 90x 5G ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,499 টাকা রাখা হয়েছে। Amazon উভয় মেমোরি অপশনে 2,000 টাকা দামের কুপন অফার করছে। যার ফলে দাম যথাক্রমে 11,999 এবং 13,499 টাকায় নেমে আসবে।
আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 359 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি ফ্ল্যাশ ব্লু ও নাইট্রো ব্লু কালার অপশনে উপলব্ধ। প্রসঙ্গত, Realme Narzo 90 5G মডেলটির সেল কাল শুরু হচ্ছে। ডিভাইসটির 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 16,999 টাকা ও 18,499 টাকা রেখেছে সংস্থা। এই ফোনে 1,000 টাকা মূল্যের কুপন ডিসকাউন্ট মিলবে।
স্পেসিফিকেশন এবং অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, রিয়েলমি নারজো 90এক্স 5G-এর সামনে 6.80 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখতে IP65 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Narzo 90x 5G-এর পিছনে f/1.8 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh টাইটান ব্যাটারি। এটি 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে৷ সংস্থা দাবি করছে, 5 মিনিটের চার্জে 5.5 ঘন্টা ফোনে কথা বলা যাবে।
এছাড়াও, এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচের মতো ছোট ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়া যাবে। আবার ক্যামেরা মডিউলের ভিতরে পালস লাইট আছে যার আলো স্টেটাস এবং নোটিফিকেশনের জন্য কাস্টমাইজ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন