Realme P3 Lite 5G ফ্লিপকার্টে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে।
Photo Credit: Realme
Realme P3 Lite 5G মিডনাইট লিলি, পার্পেল ব্লসম, ও লিলি হোয়াইট রঙে পাওয়া যাবে
Realme P3 Lite 5G সেপ্টেম্বর 13 ভারতে আসতে চলেছে। কিন্তু ফ্লিপকার্টে লিস্টেড হওয়ার সৌজন্যে অফিসিয়াল লঞ্চের আগেই স্মার্টফোনটির দাম প্রকাশ্যে এসেছে। রিয়েলমির আসন্ন ফোনটি 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে। এটি কম বাজেটের ক্রেতাদের লক্ষ্য করেই বাজারে আসছে। Realme P3 Lite 5G-এর-এর বেশ কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়েছে। এতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, Android 15, জল ও ধুলো প্রতিরোধী IP64 রেটিং, 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এবং 6.67 ইঞ্চি ডিসপ্লে থাকছে। রিয়েলমি দাবি করছে, মডেলটি 6,000 এমএএইচ ব্যাটারির সবথেকে পাতলা ফোন।
সেপ্টেম্বর 13 অফিসিয়াল লঞ্চ হওয়ার কথা থাকলেও, ফ্লিপকার্ট দাম সহ Realme P3 Lite 5G মডেলটিকে তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে। ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে 12,999 টাকা। অন্য দিকে, 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকায় তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। হ্যান্ডসেটটি মিডনাইট লিলি, পার্পেল ব্লসম, ও লিলি হোয়াইট রঙের বিকল্পে পাওয়া যাবে। ফ্লিপকার্ট এসবিআই ও ফ্লিপকার্ট অ্যাক্সিস কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক মিলবে। লঞ্চ হওয়ার পরেই সেলের তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা যায়।
Realme P3 Lite 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকবে, যা 45W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এটি 6 ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দ্বারা পরিচালিত হবে এবং 12 জিবি ভার্চুয়াল র্যাম অফার করবে। হ্যান্ডসেটটি Android 15 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করবে।
রিয়েলমির নতুন ফোনের সামনে একটি 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 625 নিট পিক ব্রাইটনেস, ও 720x1,604 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ডিভাইসটি ধুলো ও জল প্রতিরোধের পাশাপাশি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের সঙ্গে আসছে। ফোনটি 7.99 মিমি পুরু হবে ও 3.5 মিমি হেডফোন জ্যাক অফার করবে।
Realme P3 Lite 5G একটি 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসছে। ভেজা হাতে বা জলের ফোঁটা লেগে থাকা অবস্থাতেও মসৃণভাবে ফোনটি ব্যবহার করা যাবে। এটি রিয়েলমির রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের কামাল, যার সাহায্যে স্ক্রিন ভিজে গেলেও টাচ রেসপন্স ঠিকভাবে কাজ করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription