ভারতে Realme X ফোল লঞ্চের তোড়জোড় শুরু করল Realme। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Realme 3 Pro দিয়ে Redmi Note 7 Pro কে টেক্কা দেওয়ার পরে এবার ভারতের বাজারে Realme -র বাজি Realme X। Realme X ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই প্রথম ভারতে কোন Realme ফোনে এই ডিজাইন দেখা যাবে। সম্প্রতি ট্যুইটারে ভারতে Realme X লঞ্চের খবর প্রকাশ করেছেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। মাধব জানিয়েছে শিঘ্রই ভারতে আসছে Realme X। ট্যুইটারে নিজের নাম বদলে ‘Madhav X' করেছেন কোম্পানির প্রধান।
চিনে Realme X এর দাম শুরু হচ্ছে 1,499 ইউয়ান (প্রায় 15,400 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন