Realme X2 Pro এর দাত ধরে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়ায় প্রবেশ করছে Realme। এই ফোন তুলনামুলক কম দামে ফ্ল্যাগশিপ স্পেশিফিকেশন পাওয়া যাবে। Realme X2 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855+ চিপসেট। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ম্যাক্রো আর পোট্রেট ছবি তোলার জন্য বিশেষ মোড ব্যবহার হচ্ছে। ঝড়ের গতিতে Realme X2 Pro এর ব্যাটারি চার্জ করার জন্য থাকছে 65W VOOC চার্জিং।
লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Redmi 8 ফোনের ছবি ও স্পেসিফিকেশন
Realme X2 Pro ফোনে থাকছে ফ্লুইড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। OnePlus 7T আর OnePlus 7 Pro ফোনে একই ডিসপ্লে ব্যবহার হয়েছে। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট।
Realme X2 Pro ফোনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকবে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি টেলিফটো ক্যামেরা। Realme X2 Pro ফোনে 20x পর্যন্ত হাইব্রিড জুম করা যাবে। সম্প্রতি Oppo Reno 2 ফোনে একই জুম দেখা গিয়েছিল।
Realme X2 Pro ফোনে থাকছে 65W VOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। সম্প্রতি এই ফাস্ট চার্জিং প্রযুক্তি সামনে এসেছিল। Realme X2 Pro ফোনের স্টোরেজ ও মেমোরি সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। Realme জানিয়েছে 4 অক্টোবর এই ফোন সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।
এটাই নতুন Oppo A11? লঞ্চের আগে দেখে নিন স্পেসিফিকেশন
Redmi K20 Pro, OnePlus 7 Pro এর মতো ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Realme X2 Pro। কম দামে এই ফোন লঞ্চ করে মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারে Realme।
শিঘ্রই লঞ্চ হবে Realme X2 Pro। যদিও এই ফোন লঞ্চের সঠিক দিন ঘোষনে করেনি চিনের কোম্পানি। শুরুতে ইউরোপ ও এশিয়ার একাধিক দেশে লঞ্চ হবে Realme X2 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন