চলতি মাসে লঞ্চ হয়েছিল Realme XT। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলের মাধ্যমে এই ফোন বিক্রি শুরু করেছিল Realme। রবিবার ওপেন সেলে বিক্রি শুরু হল 64MP ক্যামেরার এই স্মার্টফোন। অর্থাৎ এবার যখন খুশি কেনা যাবে Realme XT। ভারতে শুধুমাত্র Flipkart আর Realme.com থেকে এই ফোন পাওয়া যাবে। Realme XT ফোনের পিছনে ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও Realme XT ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ।
64MP ক্যামেরার স্মার্টফোন বিক্রি শুরু করল Samsung: ফিচারগুলি দেখে নিন
Realme XT ফোনের দাম শুরু হচ্ছে 15,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। এছাড়াও 6GB RAM + 64GB স্টোরেজে Realme XT এর দাম 16,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ সহ Realme XT কিনতে 18,999 টাকা খরচ হবে। Flipkart আর Realme.com থেকে এই ফোন কেনা যাবে।
শুরু হল Diwali With Mi Sale: এক ক্লিকে সব অফার
Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।
Amazon ও Flipkart সেল: OnePlus, Realme, Samsung, Xiaomi ফোনের অফারগুলি দেখে নিন
ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন