Redmi 15C 4G ফোনে IP64 সার্টিফিকেশন থাকার কারণে জল ও ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে।
Photo Credit: Redmi
Redmi 15C চারটি কালার অপশনে উপলব্ধ
Redmi 15C 4G বুধবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। রেডমির এই নতুন বাজেট ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটির সামনে 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি অক্টা-কোর MediaTek Helio G81 প্রসেসরে চলে ও 8 জিবি পর্যন্ত র্যামের সঙ্গে যুক্ত। স্লিক এবং কালারফুল ডিজাইন ফোনটির অন্যতম আকর্ষণ। Redmi 15C 4G এর বডি IP64 সার্টিফায়েড। এর ফলে জল এবং ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে। ডিভাইসটি ডুয়াল 4G VoLTE কানেক্টিভিটি সমর্থন করে।
Redmi 15C আকারে বিশাল। এতে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, DC ডিমিং, ও HD+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ডুয়াল সিমের এই ফোন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।
রেডমি 15সি মডেলটি মিডিয়াটেক হেলিও জি81 চিপ দ্বারা পরিচালিত। এটি 8 জিবি LPDDR4x র্যাম ও 128 জিবি / 256 জিবি eMMC 5.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনের অংশে f/1.8 অ্যাপারচার ও 5P লেন্স সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। সামনে f/2.0 অ্যাপারচারের একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
Redmi 15C এর ক্যামেরা সিস্টেমে আল্ট্রা এইচডি মোড, পোর্ট্রেট মোড, সেলফি বিউটি মোড এবং আরও অনেক কিছু রয়েছে। পাশাপাশি এতে সার্কেল টু সার্চ ও জেমিনাই সহ বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক ও 82 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করে। সিকিউরিটির জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে AI ফেস আনলক অপশনও বর্তমান।
Redmi 15C এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 179 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,800 টাকার সমান। ডিভাইসটির 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 229 ডলার (প্রায় 20,200 টাকা) খরচ হবে। এটি মুনলাইট ব্লু, মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন, ও টোয়াইলাইট অরেঞ্জ রঙে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, রেডমি এখনও ভারতে হ্যান্ডসেটটি লঞ্চের কোনও পরিকল্পনা এখনও প্রকাশ করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন