Redmi 15C 5G ফোনে IP64 সার্টিফিকেশন থাকার কারণে জল ও ধুলো থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে।
Photo Credit: Xiaomi
Redmi 15C 5G মিডনাইট ব্ল্যাক, ডাস্ক পার্পল, ও মিন্ট গ্রীন কালার অপশনে উপলব্ধ
Redmi 15C 5G গ্লোবালি লঞ্চ হল। রেডমির এই নতুন স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটির সামনে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। Redmi 15C 5G-এর বডি IP64 সার্টিফায়েড। এর ফলে জল এবং ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (সাইড ফেসিং) উপস্থিত। উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে ইউরোপের বেশ কিছু দেশে ডিভাইসটির 4G ভেরিয়েন্ট আত্মপ্রকাশ করেছে।
Redmi 15C 5G-এর সামনে 6.9 ইঞ্চি ডট ড্রপ এলসিডি ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, DC ডিমিং, এবং এইচডি+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ডুয়াল সিমের এই ফোন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।
রেডমি 15সি 5G ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত eMMC 5.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা এবং একটি অজানা সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি f/2.0 অ্যাপারচারের 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
Redmi 15C 5G ফোনটিতে 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক অপশন বর্তমান। হ্যান্ডসেটটির সংযোগ বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G, 4G, ব্লুটুথ 5.4, জিপিএস, USB Type-C পোর্ট, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনটির পরিমাপ 173.16×81.07×8.2 মিমি এবং ওজন 211 গ্রাম।
Redmi 15C 5G পোল্যান্ডে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে 699 পিএলএন মূল্যে লিস্টেড আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 17,000 টাকার সমান। এটি 4 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। অন্য কোনও ভেরিয়েন্ট লঞ্চ হয়নি৷ ফোনটি মিডনাইট ব্ল্যাক, ডাস্ক পার্পল, ও মিন্ট গ্রীন কালার অপশনে উপলব্ধ। ভারতে লঞ্চ হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket