Redmi 15C 5G global version has a 6,000mAh battery
Photo Credit: Redmi
Redmi 15C 5G ভারতে ডিসেম্বর 3 লঞ্চ হতে চলেছে। আজ শাওমির সাব-ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে ঘোষণা করেছে। Amazon এবং শাওমির ওয়েবসাইটে ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। জানিয়ে রাখি, Redmi 15C এর 4G ও 5G ভ্যারিয়েন্ট সেপ্টেম্বরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। গতকাল ফোনটির দাম ও স্টোরেজ অপশন ফাঁস হয়েছে। এটি তিনটি র্যাম ও স্টোরেজ ভার্সনে উপলব্ধ হবে। ডিভাইসটির ভারতীয় সংস্করণে 6,000mAh ব্যাটারি, IP64-স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ LCD ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
রেডমির 15সি 5G ডুয়াল ক্যামেরাযুক্ত আয়তকার ক্যামেরা মডিউলের সঙ্গে আসবে বলে টিজ করা হয়েছে। কখন কোন তথ্য প্রকাশ হবে, তাও জানিয়েছে সংস্থা। ব্র্যান্ডটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, নভেম্বর 28 ডিজাইন প্রদর্শন করা হবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ও ডিসপ্লে ফিচার্স নভেম্বরের 29 এবং 30 তারিখ প্রকাশ হবে। ডিভাইসটির মাল্টিটাস্কিং ক্ষমতা এবং কোর মেমোরি ফিচার্স যথাক্রমে ডিসেম্বর 1 ও ডিসেম্বর 2 প্রকাশিত হবে।
উল্লেখ্য, টেক ব্লগার অভিষেক যাদব Redmi 15C 5G এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ফাঁস করেছেন। জানা গিয়েছে, ফোনটির 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ তথা বেস মডেলের দাম 12,499 টাকা হতে পারে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 14,999 টাকা রাখা হবে।
Redmi 15C 5G মডেলে Dimemsity 6300 প্রসেসর আছে৷ ফোনটির 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানোর সুবিধা থাকছে।
ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসটি Android 15-নির্ভর HyperOS 2 কাস্টম স্কিনে চলবে। সংস্থা দু'টি মেজর OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
Redmi 15C 5G এর 6,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 28 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হতে সক্ষম। 10W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। এছাড়াও, সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক অপশন আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.