Redmi 15C 5G এর ডিজাইন নভেম্বর 28 প্রদর্শন করা হবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ও ডিসপ্লে ফিচার্স নভেম্বরের 29 এবং 30 তারিখ প্রকাশ হবে। ডিভাইসটির মাল্টিটাস্কিং ক্ষমতা এবং কোর মেমোরি ফিচার্স যথাক্রমে ডিসেম্বর 1 ও ডিসেম্বর 2 প্রকাশিত হবে।
Redmi 15C এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ ফোনটি Dimensity 6300 প্রসেসরে রান করবে। সংস্থা দু'টি মেজর OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। এতে 6,000mAh ব্যাটারি থাকবে।
Redmi 15C 4G ও 5G ভ্যারিয়েন্টের মধ্যে তফাৎ বেশি নেই। 4G মডেলে MediaTek Helio G81 Ultra চিপসেট এবং 5G ভার্সনে Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। উভয় মডেলের 6,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Redmi 15C 5G-এর স্ক্রিনে কম নীল আলোর জন্য TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ফোনটিতে 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।