Redmi 15C comes with IP64 dust and water resistance rating
Photo Credit: Redmi
Redmi 15C 4G ও 5G ভ্যারিয়েন্ট সেপ্টেম্বরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। রেডমি এখনও ফোনটির ভারতে লঞ্চ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। কিন্তু শোনা যাচ্ছে যে, হ্যান্ডসেটটির 5G ভ্যারিয়েন্ট ডিসেম্বর মাসে এ দেশে রিলিজ হতে পারে। Redmi 15C 5G এর দাম ফাঁস হয়ে যাওয়ার ফলে সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এটি তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। ডিভাইসটির ভারতীয় সংস্করণে 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি, IP64-স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে আশা করা যায়।
টেক ব্লগার অভিষেক যাদব Redmi 15C এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ও মেজর স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। তাঁর X পোস্ট থেকে জানা গিয়েছে, ফোনের 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের দাম 12,499 টাকা হতে পারে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 14,999 টাকা হবে।
প্রসঙ্গত, চলতি মাসেই ফাঁস হওয়া একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, Redmi 15C 5G এর বেস মডেলের দাম 11,500 টাকা হবে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 12,500 টাকা ও 14,500 টাকা হওয়ার সম্ভাবনা। নতুন রিপোর্টে দাম একটু বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
রেডমি 15সি 5G এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ ফোনটি Dimensity 6300 প্রসেসরে রান করবে যা LPDDR4X র্যাম ও UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটি Android 15-নির্ভর HyperOS 2 কাস্টম স্কিনে চলবে। সংস্থা দু'টি মেজর OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। এতে 6,000mAh ব্যাটারি থাকবে।
এছাড়াও, গ্লোবাল ভার্সনের মতো 810 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ (720 x 1,600 পিক্সেল) রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকবে বলে আশা করা যায়। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসটির ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.