Redmi 4 গ্রাহকরা MIUI ফোরামে নতুন আপডেটের চেঞ্জলগ প্রকাশ করেছেন। নতুন আপডেটে সেটিংস, হোম স্ক্রিন, নোটিফিকেশান শেড, লক স্ক্রিন, স্টেটাস বার ও কল স্ক্রিনে একাধিক বাগ ফিক্স করা হয়েছে।
Redmi 4 ফোনে আপডেট পৌঁছাল
আপডেট পেতে শুরু করল Redmi 4। এই ফোনে MIUI 10 এর নতুন ভার্সান পৌঁছাতে শুরু করেছে। নতুন আপডেটে সেটিংস, হোম স্ক্রিন, নোটিফিকেশান শেড, লক স্ক্রিন, স্টেটাস বার ও কল স্ক্রিনে একাধিক বাগ ফিক্স করা হয়েছে। OTA আপডেটের মাধ্যমে Redmi 4 এ নতুন MIUI 10 ভার্সান পৌঁছে যাবে।
Redmi 4 এর নতুন ফার্মওয়্যার ভার্সান MIUI 10.3.1.0.NAMMIXM এর সাইজ 477 MB। তবে এই আপডেটেও 2018 সালের অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ থাকছে।
Redmi 4 গ্রাহকরা MIUI ফোরামে নতুন আপডেটের চেঞ্জলগ প্রকাশ করেছেন। নতুন আপডেটে সেটিংস, হোম স্ক্রিন, নোটিফিকেশান শেড, লক স্ক্রিন, স্টেটাস বার ও কল স্ক্রিনে একাধিক বাগ ফিক্স করা হয়েছে।
Redmi 4 ফোনে Settings > About phone > System updates > Check for updates এ গিয়ে এই আপডেট ডাউনলোড করা যাবে।
নভেম্বর মাসে এই ফোনে MIUI 10 আপডেট পাঠিয়েছিল Xiaomi। সম্প্রতি কোম্পানি জানিয়েছে Redmi 4 ফোনে Android Pie আপডেট পৌঁছাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features