Redmi 4 ফোনে আপডেট পৌঁছাল
আপডেট পেতে শুরু করল Redmi 4। এই ফোনে MIUI 10 এর নতুন ভার্সান পৌঁছাতে শুরু করেছে। নতুন আপডেটে সেটিংস, হোম স্ক্রিন, নোটিফিকেশান শেড, লক স্ক্রিন, স্টেটাস বার ও কল স্ক্রিনে একাধিক বাগ ফিক্স করা হয়েছে। OTA আপডেটের মাধ্যমে Redmi 4 এ নতুন MIUI 10 ভার্সান পৌঁছে যাবে।
Redmi 4 এর নতুন ফার্মওয়্যার ভার্সান MIUI 10.3.1.0.NAMMIXM এর সাইজ 477 MB। তবে এই আপডেটেও 2018 সালের অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ থাকছে।
Redmi 4 গ্রাহকরা MIUI ফোরামে নতুন আপডেটের চেঞ্জলগ প্রকাশ করেছেন। নতুন আপডেটে সেটিংস, হোম স্ক্রিন, নোটিফিকেশান শেড, লক স্ক্রিন, স্টেটাস বার ও কল স্ক্রিনে একাধিক বাগ ফিক্স করা হয়েছে।
Redmi 4 ফোনে Settings > About phone > System updates > Check for updates এ গিয়ে এই আপডেট ডাউনলোড করা যাবে।
নভেম্বর মাসে এই ফোনে MIUI 10 আপডেট পাঠিয়েছিল Xiaomi। সম্প্রতি কোম্পানি জানিয়েছে Redmi 4 ফোনে Android Pie আপডেট পৌঁছাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন