অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করেছে। চলতি সপ্তাহে Redmi 6 Pro আর Redmi Y2 ফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করল।
Redmi 6 Pro ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে
অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করেছে। ইতিমধ্যেই Redmi K20, Redmi Note 7 Pro, Poco F1 সহ বিভিন্ন জনপ্রিয় Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছে গিয়েছে। চলতি সপ্তাহে Redmi 6 Pro আর Redmi Y2 ফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করল। সম্প্রতি বিভিন্ন ফোরামে এই দুই ফোনের গ্রাহকরা স্ক্রিনশট পোস্ট করে MIUI 11 আপডেট পৌঁছনোর খবর দিয়েছেন।
Redmi 6 Pro ফোনে পৌঁছেছে MIUI 11.0.3.0.PDMMIXM আপডেটে। এই আপডেটের সাইজ 534MB। অন্যদিকে Redmi Y2 ফোনে পৌঁচ্ছেছে MIUI 11.0.1.0.PEFMIXM আপডেট। Redmi Y2 ফোনে MIUI 11 আপডেটের সাইজ 1.5GB।
Redmi 6 Pro আর Redmi Y2 ফোনের গ্রাহকরা Settings > About phone > System update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করতে পারবেন।
প্রথম ধাপে Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S আর Redmi Note 7 Pro ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে। 22-31 অক্টোবরের মধ্যে এই ফোনগুলিতে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।
নভেম্বর মাসে Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2, Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A আর Mi Max 2 ফোনে MIUI 11 পৌঁছে যাবে। সব শেষে 18-26 ডিসেম্বরের মধ্যে Redmi Note 8 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft CEO Satya Nadella Suggests Next-Gen Xbox Will Be Windows PC and Console Hybrid