অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8। বাজেট সেগমেন্টে জমি শক্ত করতে ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi 8 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 5,000 mAh ব্যাটারি।
Redmi 8 ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে
অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8। বাজেট সেগমেন্টে জমি শক্ত করতে ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi 8 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 5,000 mAh ব্যাটারি। বৃহস্পতিবার শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi 8।
3GB RAM + 32GB স্টোরেজে ভারতে Redmi 8 এর দাম 7,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 8,999 টাকা খরচ হবে। তবে শুরুতে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 8,999 টাকা খরচ হবে। প্রথম দশ লক্ষ ফোনে 7,999 টাকায় 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি করছে Xiaomi।
আজ দুপুর 12 টায় Flipkart আর mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে। আলমন্ড গ্রিন, অনিক্স ব্ল্যাক রুবি রেড আর সাফায়ার ব্লু রঙে এই ফোন পাওয়া যাবে।
ডুয়াল সিম Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি।
ছবি তোলার জন্য Redmi 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।
আরও পড়ুন:
নতুন রঙে ভারতে এল Redmi Note 8
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nishaanchi (2025) Now Available for Rent on Amazon Prime Video: What You Need to Know
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped