লঞ্চের পরেই ভারতে Redmi K20 ফোনে সফটওয়্যার আপডেট আসতে শুরু করল। সাম্প্রতিকতম আপডেটে Redmi K20 ফোনে জুন মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। এছাড়াও ক্যামেরা বিভাগে উন্নতি এসেছে এই আপডেটে। এছাড়াও ডিসপ্লেতে নোটিফিকেশান দেখানোর সময় কিছু সমস্যা দেখা যাচ্ছিল। MIUI 10.3.6 আপডেটে Redmi K20 ফোনে সেই সমস্যার সমাধান হয়েছে।
Redmi K20 ফোনে MIUI 10.3.6 আপডেটের সাইজ 471 MB। আপাতত শুধুমাত্র ভারতের গ্রাহকরা এই আপডেট ডাউনলোড করতে পারবেন। Redmi K20 ফোনের Settings > About phone > System Update > Check for updates তে গিয়ে এই আপডেট ডাউনলোড করে ইনস্টল করা যাবে।
6GB RAM + 64GB স্টোরেজে Redmi K20 এর দাম 21,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi K20 কেনার খরচ 23,999 টাকা।29 জুলাই আবার পাওয়া যাবে এই ফোন।
Redmi K20 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে রয়েছে একটি ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন