Photo Credit: Weibo
10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। আপাতত চিনে এই ফোন লঞ্চ করবে Xiaomi। Redmi K30 ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। ফোনের ভিতরে থাকছে Snapdragon 765 চিপসেট। চলতি সপ্তাহে এই 5G স্মার্টফোন চিপসেট লঞ্চ করেছে Qualcomm। এবার Redmi K30 ফোনের রিটেল বাক্সের ছবি সামনে এল। এছাড়াও এই ফোনের নতুন টিজার প্রকাশ করেছে Xiaomi।
সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Redmi K30 ফোনের রিটেল বাক্স ও ফোনের ছবি সামনে এসেছে। লাল রঙে এই ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। Redmi K30 ফোনে ডুয়াল সিম ও মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে।
এছাড়াও চিনে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় Redmi K30 ফোনের নতুন টিজার প্রকাশ করেছে Xiaomi। নতুন টিজারে জানানো হয়েছে এই ফোনে ডুয়াল ব্যান্ড জিপিএস সাপোর্ট থাকছে। আর থাকছে 5G কানেক্টিভিটি। টিজারে প্রকাশিত ছবি Redmi K30 ফোনের নীচে USB Type-C পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক ও স্পিকার গ্রিল দেখা গিয়েছে।
5G ভেরিয়েন্টের সাথেই 4G ভেরিয়েন্টে Redmi K30 লঞ্চ করবে Xiaomi। ইতিমধ্যেই এই খবর নিশ্চিত করেছে বেজিংয়ের কোম্পানিটি। 5G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে ভারটি ক্যামেরা থাকলেও সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi K30 ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ, 4,500 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
চিনে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। Redmi K30 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। যদিও 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi K30 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 11 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন