লঞ্চের আগেই প্রকাশিত হলো Redmi Note 14 5G-এর উপলব্ধতা

Redmi Note 14 5G হ্যান্ডসেটটি সম্ভবত Android 15-ভিত্তিক HyperOS 2.0-দ্বারা চালিত হবে

লঞ্চের আগেই প্রকাশিত হলো Redmi Note 14 5G-এর উপলব্ধতা

Photo Credit: Xiaomi

Redmi Note 14 5G (ছবিতে) সেপ্টেম্বরে চীনে লঞ্চ করা হয়েছিল

হাইলাইট
  • ভারতে Redmi Note 14 5G হ্যান্ডসেটটি একটি MediaTek Dimensity 7025 আল্ট্রা
  • সম্ভবত ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের Sony LYT-600-এর প্রধান ক্যামেরা থাকব
  • হ্যান্ডসেটটি অন্তত দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে
বিজ্ঞাপন

আগামী 9ই ডিসেম্বর ভারতে Redmi Note 14 5G এর পাশাপাশি Redmi Note 14 Pro+ এবং Redmi Note 14 Pro মডেলগুলি লঞ্চ হতে চলেছে। লাইনআপটি চীনের বাজারে সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয়েছে এবং এটিতে ধূলো এবং জল থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং যুক্ত করা আছে। আশা করা যাচ্ছে,স্মার্টফোনগুলোর ভারতীয় বিকল্পগুলি চিনা বিকল্পের মতো একই হবে। ভারতে লঞ্চের আগেই নিশ্চিত করা হয়েছে যে, Redmi Note 14 5G হ্যান্ডসেটটির বেস মডেলটি অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়াও এটির মূল বৈশিষ্ট্য এবং রঙের বিকল্পগুলিও প্রকাশ করা হয়েছে।

ভারতে Redmi Note 14 5G-এর অ্যামাজনের উপলব্ধতা:

একটি অ্যামাজন ইন্ডিয়া মাইক্রোসাইটে Redmi Note 14 5G হ্যান্ডসেটটির বিষয়ে নিশ্চিত করেছে যে,এটি ভারতে এই ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। তালিকায় দেখা গিয়েছে, ফোনটি চীনের বিকল্পের মত একই ডিজাইন আছে এবং এটি অন্তত মার্বেল প্যাটার্নের সাথে কালো এবং সাদা এই দুটি রঙের বিকল্পে আসবে। চীনে হ্যান্ডসেটটিতে একটি নীল রঙের বিকল্পও দেখা গিয়েছিল।

Redmi Note 14 5G-হ্যান্ডসেটটির ভারতীয় সংস্করণের বৈশিষ্ট্য:

অ্যামাজনের তালিকা এবং শাওমি ইন্ডিয়ার মাইক্রোসাইট অনুযায়ী Redmi Note 14 5G-এর ভারতীয় বিকল্পটি অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনার সাথে একটি 50 মেগাপিক্সেলের Sony LYT-500-এর প্রধান রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে। চিনা বিকল্পটির ক্যামেরার ক্ষেত্রে একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ-সেন্সর এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। ভারতীয় সংস্করণটিতেও এই একই বৈশিষ্ট্য থাকতে পারে।

বলা হচ্ছে যে,হ্যান্ডসেটটিতে ভারতে একটি উজ্জ্বলতাপূর্ণ ডিসপ্লে এবং উন্নতমানের প্রাইভেসি ফিচার ও AiMi-নামক AI অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্য থাকবে। চীনের মডেলটিতে একটি 6.67 ইঞ্চির Full-HD+ AMOLED স্ক্রিন আছে,যেটির রিফ্রেশ রেট 120Hz,এটির সর্বোচ্চ উজ্জ্বলতার লেভেল 2,100 নিট এবং এটিতে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা আছে।

চীনের বিকল্পটির মত ভারতীয় Redmi Note 14 5G-টি একটি MediaTek Dimensity 7025 আল্ট্রা SoC দ্বারা চালিত হতে পারে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে একটি IP64-রেটিং থাকতে পারে। ফোনটিতে সম্ভবত 45W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,110mAh ব্যাটারী থাকবে। আশা করা যাচ্ছে এটি, Android 15-ভিত্তিক HyperOS 2.0 দ্বারা চলবে।

পূর্বের একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Redmi Note 14 5G হ্যান্ডসেটটির 6জিবি+128জিবি বিকল্পটির দাম 21,999 টাকা এবং 8জিবি+128জিবি ও 8জিবি+256জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  2. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  3. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  4. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  5. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  6. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  7. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  8. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  9. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  10. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »