Photo Credit: Xiaomi
আগামী 9ই ডিসেম্বর ভারতে Redmi Note 14 5G এর পাশাপাশি Redmi Note 14 Pro+ এবং Redmi Note 14 Pro মডেলগুলি লঞ্চ হতে চলেছে। লাইনআপটি চীনের বাজারে সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয়েছে এবং এটিতে ধূলো এবং জল থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং যুক্ত করা আছে। আশা করা যাচ্ছে,স্মার্টফোনগুলোর ভারতীয় বিকল্পগুলি চিনা বিকল্পের মতো একই হবে। ভারতে লঞ্চের আগেই নিশ্চিত করা হয়েছে যে, Redmi Note 14 5G হ্যান্ডসেটটির বেস মডেলটি অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়াও এটির মূল বৈশিষ্ট্য এবং রঙের বিকল্পগুলিও প্রকাশ করা হয়েছে।
একটি অ্যামাজন ইন্ডিয়া মাইক্রোসাইটে Redmi Note 14 5G হ্যান্ডসেটটির বিষয়ে নিশ্চিত করেছে যে,এটি ভারতে এই ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। তালিকায় দেখা গিয়েছে, ফোনটি চীনের বিকল্পের মত একই ডিজাইন আছে এবং এটি অন্তত মার্বেল প্যাটার্নের সাথে কালো এবং সাদা এই দুটি রঙের বিকল্পে আসবে। চীনে হ্যান্ডসেটটিতে একটি নীল রঙের বিকল্পও দেখা গিয়েছিল।
অ্যামাজনের তালিকা এবং শাওমি ইন্ডিয়ার মাইক্রোসাইট অনুযায়ী Redmi Note 14 5G-এর ভারতীয় বিকল্পটি অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনার সাথে একটি 50 মেগাপিক্সেলের Sony LYT-500-এর প্রধান রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে। চিনা বিকল্পটির ক্যামেরার ক্ষেত্রে একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ-সেন্সর এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। ভারতীয় সংস্করণটিতেও এই একই বৈশিষ্ট্য থাকতে পারে।
বলা হচ্ছে যে,হ্যান্ডসেটটিতে ভারতে একটি উজ্জ্বলতাপূর্ণ ডিসপ্লে এবং উন্নতমানের প্রাইভেসি ফিচার ও AiMi-নামক AI অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্য থাকবে। চীনের মডেলটিতে একটি 6.67 ইঞ্চির Full-HD+ AMOLED স্ক্রিন আছে,যেটির রিফ্রেশ রেট 120Hz,এটির সর্বোচ্চ উজ্জ্বলতার লেভেল 2,100 নিট এবং এটিতে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা আছে।
চীনের বিকল্পটির মত ভারতীয় Redmi Note 14 5G-টি একটি MediaTek Dimensity 7025 আল্ট্রা SoC দ্বারা চালিত হতে পারে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে একটি IP64-রেটিং থাকতে পারে। ফোনটিতে সম্ভবত 45W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,110mAh ব্যাটারী থাকবে। আশা করা যাচ্ছে এটি, Android 15-ভিত্তিক HyperOS 2.0 দ্বারা চলবে।
পূর্বের একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Redmi Note 14 5G হ্যান্ডসেটটির 6জিবি+128জিবি বিকল্পটির দাম 21,999 টাকা এবং 8জিবি+128জিবি ও 8জিবি+256জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন