প্রথম সেল হবে দুপুর 12 টায়। ফোনের নির্দিষ্ট দামে এই সময়ে Redmi Note 5 Pro কেনা যাবে। পরের সেলটি হবে বিকাল 4 টায়। এই সেলে মাত্র 4 টাকায় Redmi Note 5 Pro কেনা যাবে।
আজ দুপুর 12 টা ও বিকাল 4 টায় Redmi Note 5 Pro এর ফ্ল্যাশসেল হবে
আজ দুইবার Redmi Note 5 Pro এর সেল হবে। কোম্পানির চতুর্থ বার্ষিকী পূর্তি উপলক্ষে এই সেলের আয়োজন করেছে Xiaomi। প্রথম সেল হবে দুপুর 12 টায়। ফোনের নির্দিষ্ট দামে এই সময়ে Redmi Note 5 Pro কেনা যাবে। পরের সেলটি হবে বিকাল 4 টায়। এই সেলে মাত্র 4 টাকায় Redmi Note 5 Pro কেনা যাবে। Mi.com ও Flipkart থেকে এই ফোন কেনা যাবে। গতকাল 4 টাকার সেলে মুহুর্তের মধ্যে সব Redmi Y1 ও Mi TV অদৃশ্য হয়ে গিয়েছিল। তাই এই সেল থেকে কিছু পাওয়ার সম্ভাবনা কম।
ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online