Redmi Note 8 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন রয়েছে
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে
বুধবার বেলা বারোটার সময় Redmi Note 8 Pro-এর সেল শুরু হয় ভারতে, Amazon, Mi.com ও Mi Home stores-এর মাধ্যমে। সেল শেষ হওয়ার পরে Xiaomi ও Amazon India জানিয়ে দিয়েছে পরবর্তী সেল হবে 20 নভেম্বর। গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। এই ফোনের বিশেষ আকর্ষণ হল এর কোয়াড ক্যামেরা সেটআপ, যার অন্তর্গত 64-megapixel প্রাইমারি ক্যামেরা। Redmi Note 8 Pro ফোনে রয়েছে একটি MediaTek Helio G90T চিপসেট। রয়েছে 4,500mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
Redmi Note 8 Pro- শুরু হচ্ছে 14,999 টাকা দিয়ে 6GB RAM + 64GB ভ্যারিয়্যান্টের জন্য। 6GB RAM + 128GB ভ্যারিয়্যান্টের মূল্য 15,999 টাকা। 8GB RAM + 128GB ভ্যারিয়্যান্টের মূল্য 17,999 টাকা। Redmi Note 8 Pro পাওয়া যায় গামা গ্রিন, হ্যালো হোয়াইট ও শ্যাডো ব্ল্যাক কালার অপশনে।
এদিন Redmi Note 8 Pro-এর সেল শুরু হয়েছিল বেলা বারোটায়। এই সেলে অফার দেওয়া হয়েছিল 10 শতাংশ ছাড়ের। Axis Bank ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই ছাড় পাওয়া যাচ্ছিল। এছাড়া Airtel ডাবল ডেটা অফার দিচ্ছিল 249 ও 349 টাকার রিচার্জে। ছিল নো কস্ট ইএমআই প্ল্যানও।
পরের সেল আগামী 20 নভেম্বর।
Redmi Note 8 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন রয়েছে। Redmi Note 8 Pro ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio G90T চিপসেট। সর্বোচ্চ 8GB RAM ভ্যারিয়েন্টে এই ফোন পাওয়া যায়।
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় রয়েছে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Xiaomi-র এই ফোনে আরও রয়েছে Wi-Fi 802.11ac, ব্লুটুথ v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C, এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। রয়েছে 4,500mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple's Upgraded AirTag to Offer Improved Tracking Features; HomePod Mini to Feature New Chip: Report