গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro আর Redmi Note 8। ইতিমধ্যেই একাধিক সেলে এই ফোনের স্টক মুহুর্তে শেষ হয়েছে। 25 অক্টোবর ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Xiaomi -র দুই মিডরেঞ্জ স্মার্টফোন।
Redmi Note 8 ফোনের দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro আর Redmi Note 8। ইতিমধ্যেই একাধিক সেলে এই ফোনের স্টক মুহূর্তে শেষ হয়েছে। 25 অক্টোবর ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Xiaomi -র দুই মিডরেঞ্জ স্মার্টফোন। Redmi Note 8 Pro ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 4,500 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ সাপোর্ট। অন্যদিকে Redmi Note 8 এ থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। আজ এক ট্যুইটার পোস্টে Xiaomi জানিয়েছে 25 অক্টোবর আবার পাওয়া যাবে Redmi Note 8 Pro আর Redmi Note 8।
#RedmiNote8Pro & #RedmiNote8: SOLD OUT in seconds! ???? Thank you all for amazing response again????
— #MiFan Manu Kumar Jain (@manukumarjain) October 22, 2019
We understand more & more of you want to get these beasts; working hard to meet this overwhelming expectation.
Next sale on Oct 25 @ https://t.co/lzFXOcGyGQ, @amazonIN#Xiaomi♥️ pic.twitter.com/g0OLlzSuHE
Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 15,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।
Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে।
25 অক্টোবর দুপুর 12 টায় Amazon.in, Mi.com আর Mi Home থেকে এই দুই ফোন বিক্রি শুরু হবে।
15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ
| মডেল | ভেরিয়েন্ট | দাম |
|---|---|---|
| Redmi Note 8 | 4GB + 64GB | 9,999 টাকা |
| Redmi Note 8 | 6GB + 128GB | 12,999 টাকা |
| Redmi Note 8 Pro | 6GB + 64GB | 14,999 টাকা |
| Redmi Note 8 Pro | 6GB + 128GB | 15,999 টাকা |
| Redmi Note 8 Pro | 8GB + 128GB | 17,999 টাকা |
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters