12 মার্চ ভারতে লঞ্চ হবে Redmi Note 9। একই সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 9 Pro। সম্প্রতি Xiaomi জানিয়েছে করোনাভাইরাসের কারণে ঐদিন অনলাইনে এক অনুষ্ঠান থেকে ভারতে আসবে Redmi Note 9 Pro। এবার Geekbench ওয়েবসাইট থেকে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস গয়ে গেল। দেখে নিন নতুন এই ফোনে কী কী থাকতে পারে?
Geekbench ওয়েবসাইটে লিস্টিং থেকে জানা গিয়েছে Android 10 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হবে Redmi Note 9 Pro। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন চলবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 720G চিপসেট।
ইতিমধ্যেই Amazon অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত টিজার থেকে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। নতুন ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ফোনে নতুন বর্গাকার ডিজাইনের ক্যামেরা মডিউল থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। ফোনের পিছনে থাকবে কার্ভড গ্লাস প্যানেল।
করোনাভাইরাসের কারণে লঞ্চ ইভেন্ট বাতিল করল Xiaomi ও Realme
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
গত বছর অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 ও Redmi Note 8 Pro। এই দুই ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা ছিল। Redmi Note 8 -এ একটি Snapdragon 665 চিপসেট ব্যবহার করেছিল Xiaomi। 10,499 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। অন্যদিকে Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন