কোম্পানির ফ্ল্যাশ সেলে আজ বিক্রি হবে Xiaomi Redmi Y2, Mi TV 4 ও Mi TV 4A ডিভাইসগুলি। সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y2 ও কোম্পানির স্মার্ট টিভি সিরিজের তিনটি টিভি আজ দুপুর 12টায় বিক্রি হবে। Amazon প্রাইম ডে সেল এ Redmi Y2 ফোনে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা 1,750 টাকা ডিসকাউণ্ট পাবেন। এছাড়াও Flipkart বিগ শপিং ডেজ সেলের অধীনে তিনটি স্মার্ট টিভিতেই ছাড় পাওয়া যাবে। SBI কার্ডের গ্রাহকরা 1,750 টাকা ছাড় পাবেন। Mi TV 4 আর Mi TV 4A শুধুমাত্র Flipkart.com আর Mi.com থেকে কেনা যাবে। অন্যদিকে Redmi Y2 ফোনটি শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে।
ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।
Mi TV 4A এর 32 ইঞ্চি মডেলের দাম 13,999 টাকা। আর 43 ইঞ্চি Full HD মডেলের দাম 22,999 টাকা। 55 ইঞ্চি 4K Mi TV 4 এর দাম 44,999 টাকা।
ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।
Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন