Galaxy A সিরিজে আরও একটি স্মার্টফোন নিয়ে এল Samsung। অনেক জল্পনার পরে অবশেষে লঞ্চ হল Samsung Galaxy A21। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সঙ্গে রয়েছে 4,000 mAh ব্যাটারি। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। সম্প্রতি বিভিন্ন বেঞ্চমার্ক ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছিল। অবশেষে বাজারে এল Galaxy A21।
Samsung Galaxy A21-এর দাম 249 মার্কিন ডলার (প্রায় 18,900 টাকা)। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র কালো রঙে মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে Galaxy A21।
Samsung Galaxy A21-তে রয়েছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। যদিও এই ফোনের ভিতরে প্রসেসরের নাম জানায়নি কোম্পানিটি। 3GB RAM + 32GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।
ডুয়াল সেলফি ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo V19
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি Geekbench ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই ফোনে MediaTek Helio P35 চিপসেট থাকছে। যদিও এই বিষয়ে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন