আরও একটা Samsung ফোনে Android 10 আপডেট পৌঁছল। Galaxy A30s-এ এই আপডেট এসেছে। Android10-এর উপরে এই ফোনে চলবে কোম্পানির One UI 2.0 স্কিন। ওভার দ্যা এয়ার (OTA) আপডেটে এই ফোনে পৌঁছলে লেটেস্ট অ্যানড্রয়েড।
Sammobile-এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে ফার্মওয়্যার ভার্সন A307FNXXU2BTD1-র হাত ধরে Galaxy A30s-এ Android 10 পৌঁছেছে। জানা গিয়েছে গত সপ্তাহ থেকেই এই আপডেট পাঠাতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। One UI 2.0-র সঙ্গেই এই আপডেটে মার্চের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পাবেন গ্রাহকরা। রিপোর্টে জানানো হয়েছে আফগানিস্তান, ইরাক, লাওস, লিবিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, রাশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের গ্রাহকরা আপাতত এই আপডেট পাবেন। ভারতের Galaxy A30s গ্রাহকরা কবে এই আপডেট পাবেন জানা যায়নি।
ঘর পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি, ভারতে আসছে Xiaomi-র ক্লিনিং রোবট
নতুন সফটওয়্যার আপডেটের সাইজ 1.5GB। এই আপডেটের সঙ্গেই পৌঁছেছে নতুন ন্যাভিগেশন জেসচার। আগের থেকে মসৃণ অ্যানিমেশন, নতুন আইকন প্যাক ছাড়াও একাধিক নতুন ফিচার পাবেন গ্রাহকরা।
Galaxy A30s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 7904 প্রসেসর। সাথে থাকছে 4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.