Photo Credit: Voltas
2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলটি প্রায় মধ্যের দিকে চলে এসেছে। ই কমার্স প্ল্যাটফোনটির বছরের এই প্রথম সেলটি বিগত 13-ই জানুয়ারী শুরু হয়েছিল এবং এটি আগামী 19-সে জানুয়ারি শেষ হবে। সেল চলাকালীন যে কেউ বিভিন্ন ক্যাটাগরি যেমন - স্মার্টফোন, বাড়ির জিনিসপত্র, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, ট্যাবলেট, সিকিউরিটি ক্যামেরা এরকম অনেক কিছু বাছাইকরা প্রোডাক্টের উপর ছাড় খুঁজে পাবেন। যেসব গ্রাহকরা নতুন এয়ার কন্ডিশনার খুঁজছেন, তারা এই সেলে দারুন ছাড় এবং ক্যাশব্যাকের সাথে বিভিন্ন ব্র্যান্ড যেমন -
LG, Panasonic, Voltas, Hitachi, Daikin আরো অন্যান্য ব্র্যান্ডের পেয়ে যাবেন।
অ্যামাজনের দ্বারা প্রস্তাবিত সাধারণ প্ল্যাটফর্ম ভিত্তিক ছাড়ের সাথে গ্রাহকরা ব্যাংকের ডিল এবং পরিবর্তনের অফারের মাধ্যমে অতিরিক অফারের সুবিধা নিতে পারবে। যারা কেনাকাটার সময় SBI ক্রেডিট কার্ড ব্যবহার করবে তারা 14000 টাকা পর্যন্ত 10% তাৎক্ষণিক ছাড় পেয়ে যাবে।
যাইহোক বলাই বাহুল্য যে, গ্রাহকরা এখানে তাদের উপস্থিত ডিভাইসগুলি পরিবর্তন করতে পারবেন, যেটি তাদের ফাইনাল কেনাকাটার মূল্যের উপর অতিরিক্ত ছাড় পেতে সাহায্য করবে।
যাইহোক এটা মনে রাখা দরকার যে, এখানে পরিবর্তিত জিনিসপত্রের জন্য কোন নির্দিষ্ট মূল্য নেই, এবং এগুলির ছাড় ডিভাইসটির দাম, বর্তমান পরিস্থিতি সহ আরো অন্যান্য বিষয়ক বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন