অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে থাকছে ছাড়

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলটি আগামী 19 সে জানুয়ারি সমাপ্ত হবে

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে থাকছে ছাড়

Photo Credit: Voltas

চলমান অ্যামাজন বিক্রয় 19 জানুয়ারি শেষ হবে

হাইলাইট
  • অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 13ই জানুয়ারী শুরু হয়েছে
  • SBI গ্রাহকরা 14000 টাকা পর্যন্ত 10% তাৎক্ষণিক ছাড় পেতে পারেন
  • কুপন, No Cost EMI এবং অ্যামাজন পে ক্যাশব্যাকের মতো অন্যান্য সুবিধাও আছে
বিজ্ঞাপন

2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলটি প্রায় মধ্যের দিকে চলে এসেছে। ই কমার্স প্ল্যাটফোনটির বছরের এই প্রথম সেলটি বিগত 13-ই জানুয়ারী শুরু হয়েছিল এবং এটি আগামী 19-সে জানুয়ারি শেষ হবে। সেল চলাকালীন যে কেউ বিভিন্ন ক্যাটাগরি যেমন - স্মার্টফোন, বাড়ির জিনিসপত্র, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, ট্যাবলেট, সিকিউরিটি ক্যামেরা এরকম অনেক কিছু বাছাইকরা প্রোডাক্টের উপর ছাড় খুঁজে পাবেন। যেসব গ্রাহকরা নতুন এয়ার কন্ডিশনার খুঁজছেন, তারা এই সেলে দারুন ছাড় এবং ক্যাশব্যাকের সাথে বিভিন্ন ব্র্যান্ড যেমন -

LG, Panasonic, Voltas, Hitachi, Daikin আরো অন্যান্য ব্র্যান্ডের পেয়ে যাবেন।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: ব্যাংকের ছাড় এবং পরিবর্তনের অফার:

অ্যামাজনের দ্বারা প্রস্তাবিত সাধারণ প্ল্যাটফর্ম ভিত্তিক ছাড়ের সাথে গ্রাহকরা ব্যাংকের ডিল এবং পরিবর্তনের অফারের মাধ্যমে অতিরিক অফারের সুবিধা নিতে পারবে। যারা কেনাকাটার সময় SBI ক্রেডিট কার্ড ব্যবহার করবে তারা 14000 টাকা পর্যন্ত 10% তাৎক্ষণিক ছাড় পেয়ে যাবে।

যাইহোক বলাই বাহুল্য যে, গ্রাহকরা এখানে তাদের উপস্থিত ডিভাইসগুলি পরিবর্তন করতে পারবেন, যেটি তাদের ফাইনাল কেনাকাটার মূল্যের উপর অতিরিক্ত ছাড় পেতে সাহায্য করবে।

যাইহোক এটা মনে রাখা দরকার যে, এখানে পরিবর্তিত জিনিসপত্রের জন্য কোন নির্দিষ্ট মূল্য নেই, এবং এগুলির ছাড় ডিভাইসটির দাম, বর্তমান পরিস্থিতি সহ আরো অন্যান্য বিষয়ক বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল: এয়ার কন্ডিশনারের উপর সেরা ডিল:

  1. LG 1.5 Ton Dual Inverter Split AC-এর দাম 85,990 টাকা, সেলের দাম 46,990 টাকা।
  2.  Daikin 1.5 Ton Inverter Split AC-দাম 58,400 টাকা, সেলের দাম 36,990 টাকা।
  3. Panasonic 1.5 Ton Inverter Smart Split AC-এর আসল মূল্য 63,400 টাকা, সেলের মূল্য 43,990 টাকা।
  4. Voltas 1.5 Ton Inverter Split AC-এর দাম 75,990 টাকা, সেলের দাম 41,800 টাকা।
  5. Carrier 1.5 Ton AI Flexicool Inverter Split AC-এর আসল দাম 67,790 টাকা, সেলের দাম 34,990 টাকা।
  6.  Hitachi 1.5 Ton Inverter Split AC এর দাম 63,100 টাকা, সেলের দাম 36,990 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
  2. 8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70
  3. Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে
  4. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  5. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  6. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  7. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
  8. ফাটাফাটি ফিচার্সের সাথে Vivo দুটি অনবদ্য স্মার্টফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  9. বর্ষায় প্রকৃতির রঙে সেজে উঠল iQOO 13, ফ্ল্যাগশিপ প্রসেসর ও প্রিমিয়াম ক্যামেরার জাদুতে জিতবে মন
  10. Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »