Photo Credit: OnLeaks/ PriceBaba
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A71 ও Galaxy A51। এবার বাজারে আসতে চলেছে Galaxy A41। সম্প্রতি এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। আগের দুই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হলেও Galaxy A41 ডিসপ্লের উপরে ছোট নচ থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।
সম্প্রতি Pricebaba ওয়েবসাইটে Samsung Galaxy A41 -এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে রয়েছে ইনফিনিটি-ইউ ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। ফোনের পিছনে আয়তকার ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের নীচে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। কার্ভড ডিসপ্লের পরিবর্তে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Samsung Galaxy A41 -এ 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হবে। যদিও অন্য দুই সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি। ছবিতে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি।
নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Samsung Galaxy S10 Lite
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Galaxy A41 -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P65 চিপসেট, 4GB RAM ও 3,500 mAh ব্যাটারি। এই ফোনের আয়তন 150x70x7.9 মিমি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন