Android 10 অপারেটিং সিস্টেমের উপরে ডিজাইন হয়েছে Samsung এর নতুন কাস্টম স্কিন OneUI 2.0। আপাতত Samsung Galaxy S10E, Galaxy S10, Galaxy S10 Plus আর Galaxy S10 5G ফোনে এই আপডেট পৌঁছাবে। কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী এই আপডেট পৌঁছে যাবে।
Samsung Galaxy S10 সিরিজে OneUI 2.0 এর হাত ধরে পৌঁছাল Android 10
প্রায় এক মাস আগে প্রথম সামনে এসেছিল Android 10। ইতিমধ্যেও Google, OnePlus সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে লেটেস্ট আপডেট পৌঁছে গিয়েছে। এবার Galaxy S10 সিরিজের ফোনে Android 10 বিটা আপডেট পাঠানোর ঘোষণা করল Samsung। Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নতুন OneUI 2.0 স্কিন।
শুরুতে কোন দেশের গ্রাহকরা এই আপডেট পাবেন তা জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। SamMobile এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি আর দক্ষিণ কোরিয়ার Galaxy S10 সিরিজের গ্রাহকরা এই আপডেট পাবেন।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro
Android 10 অপারেটিং সিস্টেমের উপরে ডিজাইন হয়েছে Samsung এর নতুন কাস্টম স্কিন OneUI 2.0। আপাতত Samsung Galaxy S10E, Galaxy S10, Galaxy S10 Plus আর Galaxy S10 5G ফোনে এই আপডেট পৌঁছেছে। কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী সব গ্রাহকের কাছে এই আপডেট পাঠিয়ে দেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
বড় ডিসপ্লের স্মার্টফোন এক হাতে সহজে ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন হয়েছে OneUI 2.0 স্কিন। এছাড়াও Samsung জানিয়েছে OneUI এর লেটেস্ট ভার্সানে ডার্ক মোডে বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়াও নতুন ভার্সানে ব্যাটারি ব্যাক আপে উন্নতি হবে। কাজের সময় মন একাগ্র করতে OneUI 2.0 তে থাকছে বিশেষ ‘ফোকাস মোড'।
এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
Samsung OneUI 2.0 বিটা প্রোগ্রামে যোগ দেবেন কীভাবে?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Facebook App Update Brings Redesigned Feed, Search, Navigation Interfaces Alongside New Search Algorithm
Apple's Foldable iPhone, Samsung Galaxy Z Trifold to Accelerate Foldable Smartphone Growth in 2026: IDC