ভারতে বিভিন্ন ফোনে কবে Android 10 আপডেট পৌঁছবে? সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছে Samsung। আগামী বছর জানুয়ারিতে Galaxy S10 সিরিজ আর Galaxy Note 10 সিরিজে প্রথম Android 10 আপডেট পাঠাতে শুরু করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। একই সাথে Galaxy S9 আর Galaxy Note 9 সিরিজেও এই আপডেট পৌঁছে যাবে। একই সাথে জানুয়ারি মাসেই Galaxy M20, Galaxy M30 ও Galaxy A30 এর মতো মিডরেঞ্জ ফোনেও Android 10 পাঠাতে শুরু করবে Samsung।
2020 সালের জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একগুচ্ছ Samsung ফোনে পৌঁছবে Android 10। এছাড়াও কোম্পানির Galaxy Tab A (2018) 10.5, Galaxy Tab A 10.1 ট্যাবলেটেও পৌঁছে যাবে এই আপডেট।
ভারতে কোন Samsung ডিভাইসে কবে আপডেট পৌঁছবে? দেখে নিন
আপডেটের সময় | ডিভাইস |
---|---|
জানুয়ারি | Galaxy S9, Galaxy S9+, Galaxy Note 9, Galaxy M20, Galaxy M30, Galaxy A30, Galaxy S10e, Galaxy S10, Galaxy S10+, Galaxy Note 10, Galaxy Note 10+ |
মার্চ | Galaxy M40 |
এপ্রিল | Galaxy A6, Galaxy A6+, Galaxy A7 (2018), Galaxy A9 (2018), Galaxy A50, Galaxy A70, Galaxy A50s, Galaxy A70s, Galaxy A80, Galaxy A80, Galaxy Fold, Galaxy M30s, Galaxy Tab S6 |
মে | Galaxy A8 Star, Galaxy A10, Galaxy A10s, Galaxy A20, Galaxy A30s, Galaxy M10s, Galaxy A20s, Galaxy A30s, Galaxy M10s |
জুন | Galaxy On6, Galaxy J6, Galaxy A20s |
জুলাই | Galaxy J6+, Galaxy J7, Galaxy On8, Galaxy J8, Galaxy Tab S4, Galaxy Tab S5e |
অগাস্ট | Galaxy Tab A8, Galaxy Tab S5e |
সেপ্টেম্বর | Galaxy Tab A (2018) 10.5, Galaxy Tab A 10.1 |
যদিও ভবিষ্যতে এই তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন