Samsung Galaxy A07 5G will be identical to the Galaxy A07 4G in terms of design.
Photo Credit: Samsung
Galaxy A07 5G-এর হাত ধরে বাজেট সেগমেন্টে নিজেদের কৌশল বদলাতে পারে Samsung। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য না করলেও, একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আপগ্রেড সম্পর্কে তথ্য সামনে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির বাজেট ফ্রেন্ডলি Galaxy A সিরিজের ব্যাটারি লাইফ বৃদ্ধি পেতে চলেছে। আবার Google Play Console-এর লিস্টিং থেকে স্মার্টফোনটির ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। Samsung Galaxy A07 5G ডুয়েল রিয়ার ক্যামেরা, 8 জিবি পর্যন্ত র্যাম, ও 6,000mAh ক্ষমতার শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসতে পারে বলে জানা গিয়েছে।
Samsung Galaxy A07 5G ব্রাজিলের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস এজেন্সির (Anatel) অনুমোদন পেয়েছে। সার্টিফিকেশন প্ল্যাটফর্মটি 6,000mAh ব্যাটারি, 15W ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং USB Type-A পোর্টের উপস্থিতি নিশ্চিত করেছে। উল্লেখ্য, Galaxy A07 4G ও Galaxy A06 5G মডেলে 5,000mAh ব্যাটারি রয়েছে। অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে আসন্ন ফোনটি উল্লেখযোগ্য আপগ্রেড পেতে চলেছে।
অন্য দিকে, গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের তালিকায় স্যামসাং গ্যালাক্সি এ07 5G-এর নাম অর্ন্তভুক্ত হয়েছে। লিস্টিংয়ে হ্যান্ডসেটের তিনটি মডেল নম্বর স্পট করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এটি দেশভেদে আলাদা ভ্যারিয়েন্টে মার্কেটিং করা হবে। রিপোর্ট বলছে, SM-A076B মডেল নম্বরটি ভারতীয় বাজারের জন্য নির্বাচিত সংস্করণ।
ছবি দেখে বোঝা যাচ্ছে যে Samsung Galaxy A07 4G-এর সঙ্গে মিল রেখে 5G ভার্সন বাজারে আসবে। ডিভাইসটির পিছনে পিল আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ আছে। ফোনটির ডান পাশে ভলিউম কন্ট্রোল কী এবং পাওয়ার বাটন থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে। সামনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ স্টাইলের নচ দেখা যাচ্ছে।
Samsung Galaxy A07 5G মডেলটি 8 জিবি র্যাম ও Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। ফোনটিতে একটি অক্টা-কোর MediaTek চিপ রয়েছে। এটি 720 x 1,600 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যার পিক্সেল ডেনসিটি হবে 330 পিপিআই।
প্রসঙ্গত, Samsung Galaxy A07 4G ভারতে অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল। এতে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই স্নার্টফোনের অন্যতম আকর্ষণ হল দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট। হ্যান্ডসেটটি ছয়টি মেজর Android OS আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে। এমন সফটওয়্যার সাপোর্ট অন্য কোনও বাজেট ফোনে নেই। IP54 রেটিং থাকার কারণে যেমন হালকা বৃষ্টি বা জলের ছিটে সহ্য করতে সক্ষম, তেমনই ধুলো থেকে কিছুটা সুরক্ষা মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.