Samsung Galaxy A07 5G ছয়টি Android OS আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy A07 5G features a 120Hz display and a 6000mAh battery.
Samsung Galaxy A07 5G জল্পনার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করল। এটি গত বছর লঞ্চ হওয়া Galaxy A07 4G মডেলের উন্নত সংস্করণ হিসেবে এসেছে। এই বাজেট স্মার্টফোনের প্রধান আকর্ষণ হল সফটওয়্যার পলিসি। ডিভাইসটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। Samsung Galaxy A07 5G ফোনে IP54 রেটিং রয়েছে। ফলে এটি হালকা বৃষ্টি এবং জলের ছিটে সহ্য করতে সক্ষম। ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটের সঙ্গে এসেছে। এতে 6 জিবি র্যাম ও 2 টিবি স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট পাওয়া যাবে। চলুন নতুন ফোনের খুঁটিনাটি তথ্য ও দাম জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি A07 5G একটি 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600) পিক্সেল), এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি 5G মোবাইল চিপ, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। স্মার্টফোনে Android 16 নির্ভর One UI 8.0 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে।
স্মার্টফোনটি 4 জিবি এবং 6 জিবি র্যাম ভ্যারিয়েন্টে এসেছে। উভয় মডেলে 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে শক্তিশালী 6,000mAh ব্যাটারি, যা Galaxy A07 4G মডেলের তুলনায় 1,000mAh বেশি। ফোনে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A07 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা (f/2.4 অ্যাপারচার) নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচারের সাথে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 30fps-এ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Samsung Galaxy A07 5G থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির দাম 5,499 TBH থেকে শুরু হচ্ছে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 15,900 টাকার সমান। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 5,999 TBH (প্রায় 17,500 টাকা)। এটি লাইট ভায়োলেট ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। সংস্থা এখনও ভারত বা অন্যান্য মার্কেটে লঞ্চের বিষয়ে কিছু ঘোষণা করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Capcom Announces Resident Evil Showcase for January 15