Samsung Galaxy A07 5G ভারতে গ্লোবাল ভার্সনের মতো ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy A07 5G will receive six major Android OS updates
6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G জানুয়ারি মাসের প্রথম দিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এই বাজেট স্মার্টফোন শীঘ্রই ভারতে আসতে চলেছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে একটি সূত্র Samsung Galaxy A07 5G মডেলের দাম, র্যাম, ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্য ফাঁস করেছে। ডিভাইসের ভারতীয় সংস্করণ গ্লোবাল ভার্সনের মতো ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। বাজেট সেগমেন্টে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট খুব বিরল বলা চলে।
টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে , Samsung Galaxy A07 5G ভারতে দুইটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে। বেস 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা হতে পারে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 17,999 টাকা রাখতে পারে কোম্পানি।
Samsung Galaxy A07 5G ইতিমধ্যেই থাইল্যান্ডে পাওয়া যাচ্ছে। তাই ফোনের কোনও বিষয় আমাদের অজানা নেই। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি, যা গত বছরের Galaxy A07 4G এর তুলনায় 1,000mAh বেশি শক্তিশালী। ফোনে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
স্যামসাং গ্যালাক্সি এ07 5G এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা (f/2.4 অ্যাপারচার)। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 30fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।
এই হ্যান্ডসেটে 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। স্মার্টফোনে Dimensity 6300 প্রসেসর ব্যবহার হয়েছে, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। ফোনে Android 16 নির্ভর One UI 8.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
Samsung Galaxy A07 5G ফোনে IP54 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং রয়েছে। ফলে এটি হালকা বৃষ্টি এবং জলের ছিটে সহ্য করতে সক্ষম। সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO 15R Price in India, Chipset Details Teased Ahead of Launch in India on February 24