ফেব্রুয়ারি মাসে ভারতে কালো, লাল আর নীল রঙে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10 আর Galaxy A20। এবার নতুন রঙে এই ফোন পাওয়া যাবে।
সোনালী রঙে লঞ্চ হল Samsung Galaxy A10 আর Galaxy A20
ফেব্রুয়ারি মাসে ভারতে কালো, লাল আর নীল রঙে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10 আর Galaxy A20। এবার সোনালী রঙে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই কোম্পানির অনলাইন স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। গত সপ্তাহে সাদা রঙে লঞ্চ হয়েছিল Galaxy A30। এছাড়াও চিনে পিচ সল্ট রঙে লঞ্চ হয়েছে Galaxy A60।
সম্প্রতি সোনালী রঙে ভারতে Samsung Galaxy A10 আর Galaxy A20 লঞ্চের ঘোষনা করেছে Samsung। Samsung অনলাইন স্টোর থেকে নতুন রঙে এই দুই ফোন পাওয়া যাবে। তবে Amazon.in আর Flipkart থেকে এখনও এই সোনালী রঙে Samsung Galaxy A10 আর Galaxy A20 বিক্রি শুরু হয়নি।
ফেব্রুয়ারি মাসে Galaxy A30 আর Galaxy A50 এর সাথে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10। পরে এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Galaxy A20।
সম্প্রতি ভারতে সাদা রঙে লঞ্চ হয়েছিল Galaxy A30। এছাড়াও চিনে পিচ সল্ট রঙে লঞ্চ হয়েছে Galaxy A60 স্মার্টফোন।
![]()
চিনে পিচ সি সল্ট রঙে লঞ্চ হল Samsung Galaxy A60
ছবি: Weibo
Samsung Galaxy A10 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Galaxy A10 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অন্যদিকে Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20 ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
Samsung Galaxy A20 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনে Samsung Pay সাপোর্ট থাকছে। Samsung Galaxy A20 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 Series Tipped to Feature a Periscope Telephoto Lens, 50-Megapixel Selfie Camera
Samsung Galaxy Z TriFold Launch Timeline Leaked Again; Said to Be Available in a Few Asian Countries