শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A10s। বছরের শুরুতে লঞ্চ হওয়া Galaxy A10 ফোনের আপডেট হিসাবে এই ফোন লঞ্চ করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি একাধিক রিপোর্তে Galaxy A10s ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে MediaTek Helio P22 চিপসেট আর 2GB RAM। এবার Galaxy A10s ফোনের সম্ভাব্য দাম সামনে এল।
SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ভারতে 8,990 টাকা থেকে Samsung Galaxy A10s এর দাম শুরু হবে। যা ভারতে Galaxy A10 এর বেস ভেরিয়েন্টের দামের থেকে 1,000 টাকা বেশি। Galaxy A10s ফোনে থাকবে 4,000 mAh ব্যাটারি। বছরের শুরুতে লঞ্চ হওয়া Galaxy A10 ফোনে ছিল Exynos 7884 চিপসেট আর 3,400 mAh ব্যাটারি।
Galaxy A10s ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা। এবার এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে এই ফোনের ডুয়াল ক্যামেরার প্রাইমারি সেন্সরে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
সেলফি তোলার জন্য Galaxy A10s ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। Galaxy A10 আর Galaxy A10e ফোনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল Samsung। এছাড়াও Galaxy A10s ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। যা Galaxy A10 এর 3,400 mAh ব্যাটারির থেকে অনেকটাই বড়।
Galaxy A10s ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Galaxy A10 ফোনে একটি Exynos 7884 চিপসেট ব্যবহার করেছিল Samsung। তবে Samsung Galaxy A10s ফোনে থাকতে পারে অক্টা-কোর MediaTek Helio P22 চিপসেট। বাজেট সেওগমেন্টের দখন নিতে শিঘ্রই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন