Galaxy A30 ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7904 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি।
Photo Credit: TizenHelp
সফটওয়্যার আপডেট পেল Samsung Galaxy A30
ভারতে Samsung Galaxy A30 ফোনে আপডেট পঊঁছাতে শুরু করল। সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে স্লো-মোশান ভিডিও রেকর্ড করার অপশান যোগ হয়েছে। একই সাথে যোগ হয়েছে 2019 সালের জুন মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ভারতে Galaxy A30 ফোনের দাম শুরু হচ্ছে 15,490 টাকা থেকে। এই ফোনে থাকছে AMOLED ডিসপ্লে আর 4,000 mAh ব্যাটারি আর Exynos 7904 চিপসেট। এর সাথেই Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন।
ফার্মওয়্যার ভার্সান A305FDDU2ASE5 এর হাত ধরে ভারতে Samsung Galaxy A30 ফোনে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। এই আপডেটের সাইজ 459 MB। এই আপডেটে Galaxy A30 ফোনে স্লো-মোশান ভিডিও রেকর্ড করার অপশান যোগ হয়েছে। একই সাথে যোগ হয়েছে 2019 সালের জুন মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
Galaxy A30 ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7904 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C আর 15W ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Galaxy A30 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth
Raat Akeli Hai: The Bansal Murders OTT Release: When, Where to Watch the Nawazuddin Siddiqui Murder Mystery