Photo Credit: Twitter/ @evleaks
চলতি বছর ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A50। এর পরে ভারতে আসে Galaxy A50s। প্রিমিয়াম বিল্ড ও দুর্দান্ত ফিচারের জন্য ইতিমধ্যেই ভারতে বেশ জনপ্রিয় হয়েছে Galaxy A সিরিজ। এবার লঞ্চ হবে Galaxy A51। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে এসেছে। 12 ডিসেম্বর ভিয়েতনামে Galaxy A সিরিজের নতুন ফোন লঞ্চ হবে। সেখানেই প্রথম লঞ্চ হতে পারে Samsung Galaxy A51।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে Galaxy A51 ফোনে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকবে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। Samsung Galaxy Note 10 সিরিজে একই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল।
ছবিতে Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেল-ফটো ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A51 ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A51 ফোনের ভিতরে একটি 4,000 mAh ব্যাটারি থাকবে। ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট, 4GB RAM। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI 2.0 স্কিন।
12 ডিসেম্বর ভিয়েতনামে Galaxy A (2020) সিরিজের প্রথম ফোন লঞ্চ করবে Samung। ধীরে ধীরে Galaxy A (2020) সিরিজে লঞ্চ হবে Samsung Galaxy A21, Galaxy A31, Galaxy A41, Galaxy A61, Galaxy A71, Galaxy A81 আর Galaxy A91।
আরও পড়ুন:
ফাঁস হল Samsung Galaxy A91 ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন