সম্প্রতি Samsung Galaxy A51 ফোন সম্পর্কে একের পর এক তথ্য সামনে এসেছিল জানা গিয়েছে 12 ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে।
Photo Credit: SamMobile
Samsung Galaxy A51 will sport a centrally-positioned hole-punch
সম্প্রতি Samsung Galaxy A51 ফোন সম্পর্কে একের পর এক তথ্য সামনে এসেছিল। জানা গিয়েছে 12 ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে। এর সাথেই সামনে এসেছে Galaxy A51 ফোনের একাধিক ছবি। এই ফোনে থাকছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। ছবিতে চারটি রঙে এই ফোন দেখা গিয়েছে। Galaxy A51 ফোনের বাঁ দিকে থাকছে সিম ট্রে আর ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন।
সম্প্রতি SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 12 ডিসেম্বর লঞ্চ হবে Galaxy A51। একই রিপোর্টে বিভিন্ন দিক থেকে এই ফোনের ছবি সামনে এসেছে। নতুন ফোনে সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। থাকছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। Galaxy Note 8 সিরিজের ফোনে একই ডিজাইনের ডিসপ্লে দেখা গিয়েছিল।
Samsung Galaxy A51 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি OneUI 2.0 স্কিন চলবে। Galaxy A51 ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকবে 4,000 mAh ব্যাটারি।
Samsung Galaxy A51 ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
ইতিমধ্যেই Samsung Galaxy A51 ফোনের উৎপাদন শুরু হয়েছে। গ্রেটার নয়ডার Samsung কারখানা থেকে এই ফোন তৈরি করছে Samung। Galaxy A সিরিজের নতুন ফোনে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।
সম্প্রতি Geekbench ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A51 ফোনে একটি Exynos 9611 চিপসেট থাকবে।
সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে এই ফোনে থাকবে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল 2x জুম ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আগেই জানানো হয়েছে সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios
Samsung Galaxy S26 Ultra Reportedly Listed on US FCC Website With Flagship Snapdragon Chipset
Facebook App Update Brings Redesigned Feed, Search, Navigation Interfaces Alongside New Search Algorithm