লঞ্চ হল Samsung Galaxy A6s আর Galaxy A9s। সম্প্রতি চিনে এই দুটি স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। দুটি ফোনের ভিতরেই রয়েছে Snapdragon 660 চিপসেট। সম্প্রতি লঞ্চ হয়েছিল Samsung Galaxy A9। চিনের এই ফোনের ভেরিয়েন্টের নাম Galaxy A9s। Galaxy A9 এর মতোই Galaxy A9s ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। Samsung Galaxy A6s আর Galaxy A9s এ রয়েছে 6GB RAM, 128GB পর্যন্ত স্টোরেজ আর কোম্পানির নিজস্ব Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে।
চিনে 6GB RAM/64GB স্টোরেজ ভেরিইয়েন্টে Samsung Galaxy A6s এর দাম 1799 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। 6GB RAM/128GB স্টোরেজে Galaxy A6s কিনতে খরচ হবে 2199 ইউয়ান (প্রায় 23,200 টাকা)। অন্যদিকে 6GB RAM/128GB স্টোরেজ Galaxy A9s এর দাম 3499 ইউয়ান (প্রায় 36,900 টাকা)। ইতিমধ্যেই jd.com ওয়েবিসাটে এই দুই স্মার্টফোন প্রি-অর্ডার শুরু হয়েছে।
ডুয়াল সিম Samsung Galaxy A6s তে রয়েছে একটি 6 ইঞ্চি Super AMOLED FHD+ ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Galaxy A6s এ রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফি তোলার জন্য থাকছে 24MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi, Bluetooth, একটি USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।
ডুয়াল সিম Samsung Galaxy A9s এ রয়েছে একটি 6.3 ইঞ্চি Super AMOLED FHD+ ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Galaxy A6s এ রয়েছে 24MP+8MP+10MP+5MP রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফি তোলার জন্য থাকছে 24MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi, Bluetooth, একটি USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন