Samsung Galaxy A8+ (2018) ফোনে Android 9 Pie আপডেট পৌঁছাতে শুরু করল। Samsung Smart Switch অ্যাপলিকেশানের মাধ্যমে এই আপডেট পৌঁছাতে শুরু করেছে। 2017 সালে Android 7.1 Nougat অপারেটিং সিস্টেম সহ এই ফোন বাজারে এসেছিল। এর সাথেই Galaxy A8 (2018) ফোনেও এই আপডেট পৌঁছেছে। 2018 সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A8+ (2018)।
সম্প্রতি SamMobile ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে Galaxy A8+ (2018) ফোনে Android 9.0 Pie আপডেটের সাথেই ফেব্রুয়ারি মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছাতে শুরু করেছে। আপাতত রাশিয়ার গ্রাহকদের ফোনে এই আপডেট পৌঁছেছে। ফোনের Settings > Software update > Download updates manually তে গিয়ে এই আপডেট ইনস্টল করা যাবে।
ডুয়াল সিম Samsung Galaxy A8+ (2018) ফোনে রয়েছে একটি 6 ইঞ্চি Full HD Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর Exynos প্রসেসার 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Galaxy A8+ (2018) ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Galaxy A8+ (2018) ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন