কিছদিন আগেই Amazon এ দেখা গিয়েছিল টিজার। এবার ভারতে লঞ্চ হল Samsung Galaxy A8 Star। কিছুদিন আগেই চিনে Galaxy A9 ফোনটি লঞ্চ করেছিল Samsung। নাম বদলে Galaxy A8 Starনামে ভারতে হাজির হল ফোনটি। নতুন এই ফোনের দাম 34,990 টাকা। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ডুয়াল রিয়ার ইন্টেলিক্যাম ক্যামেরা। এর সাথেই কম আলোতে ভালো সেলফি তুলতে সক্ষুম নতুন Samsung Galaxy A8 Star। Samsung এর নতুন এই ফোনে থাকবে একটি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার।
ভারতে Galaxy A8 Star ফোনের দাম 34,990 টাকা। 27 অগাস্ট থেকে Amazon ওয়েবসাইটে পাওয়া যাবে Samsung Galaxy A8 Star। গ্রাহকদের সাথে সহজে এই ফোন তুলে দিতে সহজ EMI অপশান নিয়ে হাজির হয়েছে Amazon।
ডুয়াল সিম Samsung Galaxy A8 Star তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Galaxy A8 Star তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য নতুন Galaxy A8 Star ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। নতুন এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 24MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য নতুন এই ফোনে থাকবে একটি 24MP ক্যামেরা।
microSD কার্ডের মাধ্যমে নতুন Galaxy A8 Star ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Galaxy A8 Star ফোনের ভিতরে একটি 3700 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন