Photo Credit: AllAboutSamsung.de
11 অক্টোবর লঞ্চ হবে Samsung Galaxy A9 Star Pro। এই ফোনের প্রধান আকর্ষন চারটি রিয়ার ক্যামেরা। এই প্রথম কোন Samsung ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে Samsung Galaxy A9 Star Pro ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এর সাথেই রয়েছে একটি LED ফ্ল্যাশ। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্টব সেন্সার। এছাড়াও শিঘ্রই লঞ্চ হবে Galaxy A7 (2018)। এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা।
এক ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A9 Star Pro ফোনের পিছনের চারটি ক্যামেরার প্রথম সেন্সারটি 8MP। এর সাথে রয়েছে একটি 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সাথেই থাকবে একটি 24MP, একটি 10MP ও একটি 5MP সেন্সার। চারটি রিয়ার ক্যামেরার সাথেই ফোনের পিছনে থাকবে একটি LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি 24MP Sony IMX 576 সেন্সার।
Samsung Galaxy A9 Star Pro তে রয়েছে একটি 6.28 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 660 চিপসেট ও 3,720 mAh ব্যাটারি।
একই ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে Galaxy A7 (2018) ফোনের পিছনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। 11 অক্টোবর ল্লঞ্চ হবে Samsung Galaxy A9 Star Pro। এছাড়াও একটি A সিরিজ ফোনে Snapdragon 845 চিপসেট ব্যবহার করেছে বলে খবর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন