এই বছরই প্রথম ভাঁজ করা স্মার্টফোন লঞ্চ করবে Samsung। আগে নভেম্বরে এই ফোন লঞ্চের কথা থাকলেও এই ইভেন্টেই সেই ফোন লঞ্চ হতে পারে। যদিও Galaxy A (2019) সিরিজের ফোনও লঞ্চ হওয়ার সম্ভভাবনা রয়েছে 11 অক্টোবর লঞ্চ ইভেন্টে।
Photo Credit: Twitter/Samsung
11 অক্টোবর নতুন Galaxy ফোন লঞ্চ করবে Samsung।
11 অক্টোবর নতুন Galaxy ফোন লঞ্চ করবে Samsung। নতুন এই স্মার্টফোনে চারটি ক্যামেরা থাকবে। সামনে দুটি ও পিছনে দুটি নয়, এক রিপোর্টে জানা গিয়েছে নতুন এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। তবে নতুন এই ফোনের নাম জানা যায়নি। এই প্রথম অক্টোবর মাসে লঞ্চ ইভেন্ট করতে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ইভেন্টে লঞ্চ হবে চারটি ক্যামেরার নতুন Galaxy ফোন।
সম্প্রতি কোম্পানির টুইটার হ্যান্ডেলে ‘4x fun’ লিখে একটি টুইট করেছে Samsung। এই টুইটে জানানো হয়েছে 11 অক্টোবর লঞ্চ হবে এই স্মার্টফোন। কোম্পানির ওয়াবসাইট থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ইভেন্ট। কয়েক মাস আগে এক রিপোর্টে জানা গিয়েছিল অক্টোবর মাসে এক ইভেন্টে লঞ্চ হতে চলেছে নতুন Galaxy ফোন। এবার সেই খরব সত্যি হতে চলেছে।
এই বছরই প্রথম ভাঁজ করা স্মার্টফোন লঞ্চ করবে Samsung। আগে নভেম্বরে এই ফোন লঞ্চের কথা থাকলেও এই ইভেন্টেই সেই ফোন লঞ্চ হতে পারে। যদিও Galaxy A (2019) সিরিজের ফোনও লঞ্চ হওয়ার সম্ভভাবনা রয়েছে 11 অক্টোবর লঞ্চ ইভেন্টে। অন্যান্য বছর ডিসেম্বর অথবা জানুয়ারিতে এই ফোন বাজারে নিয়ে আসে Samsung। Galaxy A (2019) সিরিজের ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hogwarts Legacy Has Sold 40 Million Copies, Warner Bros. Games Announces